বিস্মৃত
ঐ রাস্তাটি ইতিহাসের মধ্যগগণ থেকে এতটাই দূরে,
বিস্তৃততম ঐতিহাসিক জবানবন্দীতেও ওঁর উল্লেখটুকু নেই।
কোন মহাপুরুষের কোন মহাকীর্তি রাস্তাটিকে আলোকিত করেনি কোনোদিন।
তবু রাস্তাটির,
বুক চিঁড়ে লিখে দেওয়া হল এক মহাবীরের স্তোত্র।
আমি দাড়িয়ে ছিলাম কতদিন ধরে,
আমার শরীরে শ্যাওলা পড়ে সবুজ হয়ে গেছে-
সবাই দেখেছে। আর আমি,
শুধু তোমার যাতায়াত দেখে গেছি, তোমার হাঁসিতে
সময় স্থবির ছিলনা, ইতিহাস ব্যক্ত... বাকিটুকু পড়ুন