হাবিবুর রশিদ হিমন, আলীকদম ( বান্দরবান) প্রতিনিধি ঃ
বান্দরবানের পার্বত্য উপজেলা আলীকদমের রাজনৈতিক প্রেক্ষাপট হঠাৎ করে কালো মেঘে ঢাকা পড়েছে। আ.লীগ সরকারের মেয়াদ শেষে সম্প্রতি আলীকদমের রাজনৈতিক অঙ্গন সরগরম হয়ে ওঠলেও গত ১৮ নভেম্বর আলীকদম উপজেলা বিএনপির আহ্বায়ক ও উপজলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম, যুবদল নেতা মোঃ আবুল হাসেম সহ অজ্ঞাত অর্ধশতাধিক ১৮ দলীয় জোটের নেতা কর্মীদের বিরোদ্ধে আ.লীগের দায়ের করা রাজনৈতিক মামলা ২৯শে নভেম্বর সদর ইউপির বিএনপি সভাপতি ও আলীকদম বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি লিঃ -এর সভাপতি মোঃ সাহাব উদ্দিনকে জড়িয়ে ককটেল মামলায় জড়ানোর ফলে ১৮ দলীয় জোটের নেতাতর্মীরা এলাকা ছাড়া হওয়ায় প্রতিপক্ষ বিহীন আলীকদমের রাজপথ এখন সম্পর্ন আ.লীগের দখলে।
জানা যায়, আ.লীগ সরকারের প্রায় শাসনকাল পর্যন্ত বান্দরবান জেলার পার্বত্য আলীকদম উপজেলাটির রাজনৈতিক প্রেক্ষাপট ছিল প্রায় শান্ত। প্রাকৃতিক বিরাট আয়তন এবং স্বল্পসংখ্যক জনসংখ্যার বসবাস এই উপজেলাটিতে কয়েকটি রাজনৈতিক দলের সক্রিয় অবস্থান থাকলেও দল গুলোর মাঝে ছিলনা কোন সহিংস রাজনীতি। সম্প্রতি আলীকদম বাজারস্থ আলীকদম উপজেলা আ.লীগের দলীয় কার্যালয়ে তালাবদ্ধ অবস্থায় ভিতর অগ্নিকান্ড ঘটনার পর আ.লীগ নেতারা বাদী হয়ে আলীকদম উপজেলা বিএনপির আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম ও যুবদল নেতা মোঃ আবুল হাসেম ও ১৮ দলীয় অর্ধশতাধিক নেতা কর্মীকে আসামী করে আলীকদম থানায় একটি রাজনৈতিক মামলা দায়ের করার পর হতে ১৮ দলীয় জোটের নেতা কর্মীরা গা ঢাকা দেয়।
১৮ দলীয় জোটের নেতা কর্মীদের বিরোদ্ধে আ.লীগ নেতাদের মামলা দায়েরের পর আলীকদমের রাজপথ বিরোধী শূন্য হয়ে পড়েছে এবং চলতে থাকে আ.লীগের একচেটিয়া সভা, সমাবেশ, মিছিল ও মিটিং করে আলীকদমের রাজপথ দখলে নেয়। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সকল রাজনৈতিক দলের অংশ গ্রহনের মধ্যদিয়ে সকলের গ্রহন যোগ্য নির্বাচনের ব্যবস্থা করার আন্দোলনে যখন রাজপথে আন্দোলন করে যাচ্ছে এই মুহুর্তে আ.লীগ দুঃস্বশাসনের মামলা, হামলাও প্রতিহিংসার রাজনীতিতে আলীকদম উপজেলার ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা কোণঠাসা হয়ে পড়েছে।
বর্তমানে আলীকদমের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিজ্ঞ রাজনীতিবিধরা জানান গত ১৮ই নভেম্বর বাইরে দরজা তালাবদ্ধ অবস্থায় উপজেলা আ.লীগ-এর দলীয় কার্যালয়ে দিবাগত রাত্রে অগ্নিকান্ড ঘটনা, ২৯শে নভেম্বর দিবাগত রাত্রে আ.লীগ নেতা ও সদর ইউপির চেয়ারম্যান জামাল উদ্দিনের বাড়ির বাউন্ডারির বাইরে এবং একই সময় উপজেলা আ.লীগ সেক্রেটারী দুংড়ি মার্মার বাড়ির উঠানে ককটেল বিস্ফোরন, তার পরের দিন ৩০শে নভেম্বর আলীকদম উপজেলা সদর ইউপি বিএনপির সভাপতি ও আলীকদম বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি লিঃ-এর সভাপতি মোঃ সাহাব উদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল উদ্ধার ঘটনার মামলা আ.লীগের দলীয় কুচক্রিমহলের পুর্বপরিকল্পিত পরিকল্পনা বাস্তবায়ন বলে বিজ্ঞমহল মনে করেন এবং এ পরিকল্পনার মাধ্যমে আ.লীগ বিরোধীদল ছাড়া এক দলীয় প্রহসনের নির্বাচন ব্যবস্থা বাস্তবায়ন করে যাচ্ছে বলে দাবী করেন বিজ্ঞ রাজনৈতিক মহল।