আলীকদম ,প্রতিনিধি-
আলীকদম উপজেলায় আগামী ১৭ ডিসেম্বর থেকে তিন দিনব্যাপী ২০তম মারাইংতং জেদী মহাবৌদ্ধ মেলা শুরু হচ্ছে। সমুদ্রপিঠ থেকে দু হাজার ফুট উচ্চতায় মিরিঞ্জা পাহাড়ের চূড়ায় ‘মারাইংতং জাদির স’লে এ মেলা অনুষ্ঠিত হবে। প্রতিবছর মেলায় কয়েক হাজার পুণ্যার্থী ও দর্শনার্থীর সমাগম হয়।
মেলা উদযাপন কমিটি জানায়, প্রতি বছরের মতো চলতি মাসের ১৭ তারিখ থেকে তিন দিনব্যাপী মারাইংতং জেদী মহাবৌদ্ধ মেলা শুরু হবে। ১৯৯২ সালে শুরু হওয়া মারাইংতং জেদী মহাবৌদ্ধ মেলায় এবার ২০ বছর পূর্তি হচ্ছে। মারাইংতং জেদী মহাবৌদ্ধ মেলায় বুদ্ধ পুণ্যার্থীদের সমবেত প্রার্থনা, বৌদ্ধ পতাকা উত্তোলন, প্রদীপ পূজা, পিণ্ডদান, সংঘদান, আয়োজক কমিটির পক্ষ থেকে ভিক্ষুসংঘকে চীবরদান, মারাইংতং বৌদ্ধ চৈত্যকে স্বর্ণচীবর দান এবং পুণ্যার্থীদের উদ্দেশ্যে ভিক্ষুসংঘ ধর্মীয় দেশনা দেবেন। এছাড়াও ‘মাতামুহুরী শিশু কল্যাণ অনাথালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, বান্দরবান ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট শিল্পীদের পরিবেশনায় ট্রেডিশনাল ব্যান্ড- শো, দেশীয় কারুপণ্যের বিপণি সমাহার ও নানা রকম খেলাধুলার আয়োজন থাকবে।
জানা গেছে, ১৯৯৩ সালে তৎকালীন স’ানীয় সরকার পরিষদের অর্থায়নে ৯ ফুট উচ্চতা ও ৬ ফুট দৈর্ঘ্য বিশিষ্ট মহইদই বৌদ্ধধাম্মা জেদী নামে একটি বৌদ্ধমূর্তি স’াপন করা হয়। ১০ একর পাহাড়ি ভূমি নিয়ে জেদির এলাকা। এরপর থেকে প্রতিবছর বৌদ্ধ ধর্মাবলম্বীরা মারাইংতং জেদী মহাবৌদ্ধ মেলা উদ্যাপন করে আসছে। মিরিঞ্জার উঁচু পাহাড়চূড়ার মেলায় প্রতিবছর দেশ-বিদেশের বৌদ্ধভিক্ষু ও দায়ক-দায়িকারা সমবেত হন। মেলাস’ল থেকে বিশ্বের বৃহত্তম বেলাভূমি কক্সবাজার সমুদ্র সৈকত দর্শনে প্রতিবছর প্রচুর দর্শনার্থী সমবেত হন।
মেলা উদ্যাপন কমিটি আহবায়ক ভদন্ত উঃ উইচারা ভিক্ষু বলেন, অন্যান্য বছরের চেয়ে এবারের মেলার অনুষ্ঠানসূচি ভিন্ন অঙ্গিকে সাজানো হয়েছে। পুণ্যার্থী ও দর্শনার্থীরা বিনোদনে এবার নতুন কিছু দেখতে পাবেন।