১৯৪৪ সালের ৬ ই জুন ফ্রান্সের যে উপকুল দিয়ে মিত্রবাহিনী জার্মানীর উপর ঐতিহাসিক আক্রমন করে সেই নরমান্ডির কাছেই এই সুন্দর প্রাসাদ 'মন্ট সেইন্ট মিশেল'। এটা প্রথমে মিলিটারী বেস পরে জেলখানা আর এখন বছরে লক্ষ লক্ষ পর্যটকের ভীড়ে মুখরিত একটা চমৎকার পর্যটন কেন্দ্র।
নিউকোয়ানস্টেন ক্যাসল, জার্মানী। উনিশ শতকে রাজা লুডউইগ এটা তৈরী করান।
নীচেরটা বেলজিয়ামের।
কনওয়ি ক্যাসল, ওয়েলস ইংল্যান্ড। ত্রয়োদশ শতাব্দীতে রাজা প্রথম এডওয়ার্ড এটা তৈরী করেন।
আয়ারল্যান্ড।
সার্বিয়া।
হোহেনসাল্জবার্গ ক্যাসল, অস্ট্রিয়া।
উইন্ডসর ক্যাসল, যুক্তরাজ্য। ত্রয়োদশ শতাব্দীতে হেনরী-৩ এটা বানান।
প্রাগ ক্যাসল, চেক রিপাবলিক।