আমি যন্ত্রণা কে ভালবাসি
নিরব যন্ত্রনা কে দারুন বুঝেছি আমি
সে আমাকে বলে আমি লুন্ঠনে আছি
সে আমাকে বলে আমি প্রতিনিয়ত নির্যাতনে আছি
সে আমাকে বলে আমি হিংস্র
আমাকে বলে সে আমি অভদ্র!
যন্ত্রণা সে তো সবসময়ই বলে তুমি গনতন্ত্র বেশী হিংস্র
তুমি হায়েনার রুপে ভালো মানুষ সেজে আমাদের শাসন কর
কোটি কোটি মানুষের নিরব হাহাকারেও কিভাবে তুমি এ রকম থাক
তাঁরা নিরবে কাঁদে কষ্টে তাঁদের হৃদয় জ্বলে
তাঁদের মন ছোট হয়ে থাকে
তাঁদের ছোট মনের নিরব যন্ত্রনা আমাকে অঘাত করে
আমি পারছি না তুমি হতে
আমি এটাও পারছি না তাঁদের সকলকে হাসাতে
আমার তো নেই অতটুকু
তোমার তো আছে অনেক টুকু
আমি তেমাকে বুঝাতে চাই সত্যের মহামায়া
কষ্ট নিরসনের হাসি যেন হৃদয় ছোঁয়া
পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর হাসি আমি দেখেছি
অভুক্ত শিশুকে খেতে দিয়ে তা আমি দারুণ দেখেছি
আমি খাওয়ায়, আমি অনুভব করি তাদের হৃদয় মন
এ কাজ আমার মনে দৃঢভাবে বাধিয়েছে দারুণ এক পণ
মায়াবী মন কষ্টের কাছেই পূর্নতা পায়
প্রেয়সীর সত্য আকাংখাতেই মধুর মিলন যেমন হয়
এত অভাবী মনের কষ্ট চাপা রেখে কিভাবে কর তুমি অপব্যয়
সত্য মনের ছোঁয়া পাওনি বলে তুমি মনেকর হয়েছে তোমার জয়
তুমি ব্যার্থ তুমি পারনি কষ্টের গভীর ছাপকে তোমার হৃদয়ে মাখতে
যে কারণেই তুমি পারছ একের পর এক সৌরম্য গড়তে
আমি তুমি আজ বিরাট তফাতে
যে কারনে মানুষের মনের কষ্টও রয়েছে পাথর চাপাতে
আমি দেখেছি বুঝেছি স্বাদ পেয়েছি বলে তোমাকে বলছি
কি যে মজা তা যদি বুঝতে তুমি, ছুটে চলতে জলদি
তাই বলি আমি কষ্ট কে ভালবাসি যন্ত্রণাকে ভালবাসি
আমি ভালবাসি মাসুম শিশুর হাসিকে
অসাধারণ এক হাসি আমার হৃদয় ছোঁয়ে যাই
তাদের জন্য সে রকম কিছু করতে পারছি না বলে আমার মনও মাঝে মাঝে ভেঙে যাই
যে কষ্টে আমি মহা শান্তি দেখেছি বলব না কেন তোমায়
আমি তুমি সে শিশু সকলেতো আমরা ভাই ভাই।
আসুন এগিয়ে চলি সবাই কে নিয়ে শান্তি সুখের মেলায় যায়
কেন আমি হাসব সে হাসবে না, তা কি করে হয়?
তাই বলি,
আমি কষ্ট কে ভালবাসি
আমি যন্ত্রণা কে ভালবাসি
সে আমকে লিখতে বলে তাই আমি লিখি
আমি ভালবাসি আমরা সকলের সত্য সুন্দর হাসি
অনেক বেশি মজা পাই কোমল হৃদয়ের মাসুম শিশুর হাসিতে.......!
গাজী ইলিয়াছ!
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪১