লাজহীন কবিতার পংক্তি
শাফিক আফতাব..............
প্রথম প্রথম তোমার চোখে চাইলে আমার লজ্জা হতো __
মনে হতো কী ভাববে তুমি__ !! পাছে লম্পট ভাবো ?
সেই ভয়ে লুকিয়ে দেখতাম তোমার চোখ, চুলের বিন্যাস, খোঁপার বাঁধন,
স্তনের আকার, সুচাগ্র বোঁটা, তোমার হাতের গঠন, লাউডুগি আঙুল আর কপোলের
টোল, কপালের টিপ, ঠোটেঁ বর্ষার নদীর দুতীর ঘেষা সিক্ততা।
তুমি যাই ভাবো সব আমি অনুপুঙ্খ দেখি এখন।
চোখ লেগে অনুবীক্ষণ যন্ত্র করি চোখ, নিষ্পলক তোমাকে দেখে মনে হয়, আহা !
কী সুন্দর নেমে গেছে কর্ণের ঢালুপথে লকলকে কাশফুল চুল,
কী মোলায়েম স্তনযুগল পাশাপাশি স্থাপিত হয়ে নজর কাড়ছে পুরুষের,
তোমার ঠোটেঁ কম্পন আসেছে কামনার, ঝাপছে চোখের পাতা।...........
আমি জেনে গেছি এ এক শাশ্বত শিল্প,
এখানে জেগে থাকে পৃথিবীর সকল গানের রাগিনী, পৃথিবীর কবিতার প্রথম উৎসভূমি
জরায়ূর মুখ আর সুগোল স্তন, আর রাঙা ঠোঁট
পাগল করে রাখে তারাভরা রাত, নদীর জল আর প্রান্তরের ঘাস, বৃক্ষের চূড়া.......
আমি আর লজ্জা পাইনা__
তুমি এলেই আবহমানতার গানে তোমাকে নিমন্ত্রণ জানাই,
'কী করো, কী করো' বলে তোলে আদিম ভাষার প্রাঞ্জল ধ্বনি
আমি নির্লজ্জ এক নগ্ন মানুষ তোমাকে ভোগ করতে থাকি__তাই দেখে আকাশের তারারা হাসতে থাকে
আমি আর একটুও লজ্জা পাইনা।
২৬.১০.২০১৩