আমি তোমাকে ভালোবেসে দেখলাম
আকাশ যে নীল সে তো তোমার জন্য,
সমুদ্রের জলও। ফুলে ফুল মক্ষিকার গুঞ্জন ? তাও।
তুমি সুন্দর বলে তোমার থেকে আলো বিচ্ছূরিত হয়
আর সে আলোকচ্ছটা এসে পড়ে আমার অক্ষিগোলকে
আর তাতেই পৃথিবী সুন্দ হয়ে ওঠে ।
আমি তোমাকে ভালোবাসি মানে এই নয়,তোমাকেই ভালোবাসি
তুমি চলে গেলে কিংবা মরে গেলেও তো ভালোবাসি
তাহলে সে কে ? সেই 'কে' কে ভালোবাসি
সেই কে যখন তোমার উপর ভর করে তুমি কামনাপ্রবণ হয়ে ওঠো
তোমার হাত পা নড়তে থাকে, তোমার চুলগুলো দুলতে থাকে
তোমার বুক কাঁপতে থাকে। তোমার অন্তগুঢ় স্রোত বইতে থাকে।
খাঁপ করে তুমি আমাকে ধরে ফেলো
কিংবা বকের মতোন পুটিঁ মাছ গিলে ফেলো।
ভালোবাসি আত্মাকে
আত্মা যখন ভর করে দেহে ফ্রেমে, তখনই প্রেমে আমরা বিভোর হই।
ক্যাবিনেটে রেখে দেই আত্মার নির্যাস,
আর সেইখানেই অলক্ষ্য অদৃশ্য কারিগর একবিন্দু জল থেকে একটি আস্ত মানুষ
বানিয়ে ফেলে।
২৩.০৭.২০১৩