ভ্রমন আর কল্পনার মিশ্রনে সেরা লেখক জুলভার্নের মতো ভ্রমন অভিজ্ঞতা তো তুলে ধরতে পারবোনা! তার মতো বৈজ্ঞানিক তত্ত্বের সমাহারও ঘটাতে পারবোনা! তার চেয়ে আমি আমার মতো করে আমার গল্প বলি! সময়টা বাবু খাইসো? গানের ট্রেন্ডের যুগ! এর মধ্যে বাবু খাইসো ফেসবুকের এই বস্তপচা মিমে বসে বসে রিয়েক্ট দেওয়ার চেয়ে ভাবলাম ঘুরে আছি পাহাড় আর ঝর্নায়!যেই ভাবা সেই কাজ। হুট করে নেওয়া সিদ্ধান্তে একজন যায় তো দুইজন পেছায় একবার মাইক্রো ভাড়া করি তো পরক্ষনেই বাতিল করি। মেজাজ যখন পুরোই উত্তপ্ত তখন সিদ্ধান্ত নিলাম যে কয়জন হোক যাবই! আমরা রওনা দিলাম নয় জন! নয় জনের ঘটনা ভিন্ন। উদ্দীপনা একই আমরা ঢাকা থেকে রওনা দিলাম ছয়জন আর চিটাগাং এর বন্ধুরা আসলো তিন জন! ইবনে বতুতার এর একটা উক্তি না দিলেই নয়:
"Traveling—it leaves you speechless, then turns you into a storyteller."
আমি মনে হয় এখন সেই গল্প কথক ধাপে আছি, আমরা বাসে উঠে বসলাম রাতের জার্নিতে বেশীরভাগ মানুষ বাসে ঘুমায়! কিন্তু ভ্রমন অনুভুতি শুধু মাত্র যেখানে যাচ্ছি সেই অংশই নয় সেটা কেবল শেষ ডেস্টিনেশন। গাড়ি চলছে আর রাত্রি আধো আলোতে জানলার কাচ ভেদ করে দ্রুত দৃশ্যপট পরিবর্তন হচ্ছে। কেউ ক্লান্ত হয়ে শেষ রাতে বাড়ি ফিরছে, দ্রুত গাছ, পরিবেশ, জায়গা পরিবর্তন হচ্ছে,কিছু মেয়েকেও রাতের রাস্তায় দেখা যাচ্ছে, কে জানে কেনো এতো রাতে তারা রাস্তায় ! রাতের মায়াবী রুপ না দেখে ঘুমানোর কোন মানে নেই। এই রাতের দৃশ্য যখন দেখছি তখন হেডফোনে বাজছে খুব সম্ভবত অনিন্দ্যর গাওয়া গান
" আলো আলো রঙ জমকালো চাঁদ
ধুয়ে যায়
চেনা শোনা মুখ জানা শোনা হাত
ছুঁয়ে যায়
ফিরে ফিরে ঘুম ঘিরে ঘিরে গান
রেখে যায়
কিছু-মিছু রাত পিছু পিছুটান
ডেকে যায়"
সারা রাত অদ্ভুত সুন্দর দৃশ্য দেখতে দেখতে সকাল পাঁচটায় পৌছালাম মিরসরাই। বাকী তিনজন আমাদের সাথে যোগ দিলো। নামার সাথে সাথে তীব্র বৃষ্টি কেবল বিরক্তি বাড়ালো! অনবরত বৃষ্টির ভিতর সিদ্ধান্ত নিলাম এই বৃষ্টিতে ভিজেই ট্র্যাকিং করার। এবং সেটা ছিলো বেষ্ট সিদ্ধান্ত একজন গাইড সাথে নিয়ে প্রচন্ড বৃষ্টিতে ভিজে যখন পাহাড়ের কাছাকাছি পৌছালাম তখন মনে হল সারা পাহার যেনো পানির মাঝে জেগে আছে। পাহাড়ী ঢলে প্রানবন্ত হয়ে উঠেছে প্রকৃতি, টানা পাচ ঘন্টা বৃষ্টিতে ভিজে একে একে রিক্সি পথে কুপিঠাকুম ঝর্না, বান্দরখুম,বাঘাবাইন, নাপিত্তাছড়া ট্রেইল দেখছিলাম আর আমাদের উল্লাসিত ধ্বনিতে পাহাড় মুখরিত হয়ে উঠেছিল। মাথায় জন ডেনবারের একটা লাইন ঘুরছিলো :
You fill up my senses like a night in a forest,
Like the mountains in springtime,
Like a walk in the rain, like a storm in the desert,
Like a sleepy blue ocean.
আর যেহেতু আমরা ভোর পাচটায় রওনা দিয়েছিলাম
আমরাই ছিলাম সেদিনের প্রথম ট্রেইলে উঠা লোক। এর মধ্যে পলিথিনে মুড়িয়ে ফোনে একের পর এক ছবি তুললাম সে আরেক কাহিনী। তারপর যখন নামার সময় হলো, নামার সময় দেখি এই রিক্সে পথে পাহাড়ে উঠেও এক প্রেমিক যুগোল প্রকৃতি দেখা বাদ দিয়ে নিজেদের দেখায় ব্যস্ত তাও জোকময় পাহাড়ের চিপায়! জিজ্ঞেস করবেনা তারা কি করছিলো! হায় প্রেম, হায় কামনা কোথাও নেই তোমার ক্লান্তি
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০২১ সকাল ৮:৩৬