ইন্টারনেট এমনই এক জিনিস, যেখানে মানুষের মুখ কারো পক্ষেই বন্ধ করা সম্ভব নয়। কিছু ব্যতিক্রম ছাড়া দুনিয়ার কোনো সরকার কিংবা সংস্থাই কোনো বিশেষ ওয়েবসাইট বন্ধ করতে পারে না। বড়জোর কোনো দেশ থেকে কেবল ব্লক করে দেওয়া যায়। সেক্ষেত্রে বাকি বিশ্বে ওই সাইটটি বরাবরের মতোই সচল থাকবে। শুধু ওই দেশটির ইন্টারনেট ব্যবহারকারীরা সাইটটি দেখবে না। তবে এরও নানান ওষুধ এখন ওয়েবজুড়ে সহজলভ্য, যেগুলো প্রয়োগ করে সহজেই ব্লকড হওয়া ওয়েবসাইট স্বচ্ছন্দে ব্রাউজ করা যায়। যেমন ইউটিউব বাংলাদেশে এই মুহূর্তে ব্লকড। কিন্তু সামান্য কৌশল খাটিয়ে অনেকেই সহজে ইউটিউবের সেবাগুলো উপভোগ করছেন।
আসুন জেনে নেই ভার্চুয়াল যুদ্ধে ব্লগারের অস্ত্রগুলোর নামধাম-
অবাক করা ব্রাউজারের নাম 'টর'
টর ব্রাউজার ইনস্টল করার প্রয়োজন হয় না। কম্পিউটারের যে কোনো ড্রাইভ কিংবা পেনড্রাইভ থেকেও এটি চালানো যায়। মজিলা ফায়ারফক্স এতে বিল্টইন থাকে। এটি ব্যবহার করার জন্য যা যা করতে হবে-
● উইন্ডোজ এক্সপি, ভিস্তা, সেভেন কিংবা এইট ব্যবহারকারীরা http://www.torproject.org/ সাইটে গিয়ে টর ব্রাউজারের সর্বশেষ সংস্করণটি ডাউনলোড করে নিন। ম্যাক কিংবা লিনাক্স ব্যবহারকারীরাও আলাদা আলাদা ডাউনলোড লিংক ওই একই সাইটে পাবেন।
● ডাউনলোড করা জিপ ফাইলটিকে আনজিপ করুন। এবার Start Tor Browser-এ ক্লিক করুন।
● Vidalia Control Panel টর সার্ভারের সঙ্গে সংযোগ স্থাপন না করা পর্যন্ত অপেক্ষা করুন। সেটি হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে ফায়ারফক্স ব্রাউজার চালু হয়ে যাবে। "Congratulations. You are using Tor."- এমন একটি বার্তা আপনি দেখতে পাবেন। এটি ব্যবহার করে আপনি যতোক্ষণই আপনি ইন্টারনেট ব্যবহার করুন না কেন, আপনার আসল আইপি কেউই শনাক্ত করতে পারবে না।
● এরপরও যদি ইনস্টল করতে সমস্যা হয়, তাহলে এই নির্দেশনাগুলো দেখুন। অথবা ভিডিও ক্লিপটি দেখুন।
গুগল ট্রান্সলেশনের ছোট্ট কৌশল
গুগল ট্রান্সলেশন সার্ভিসে ছোট্ট একটি কৌশল খাটিয়েও আপনি ব্লকড হওয়া যে কোনো সাইট স্বচ্ছন্দে ব্যবহার করতে পারবেন। সেখানকার প্রথম ঘরে যে ভাষাই সিলেক্ট করা থাকুক না কেন, সমস্যা নেই। আপনি কেবল দ্বিতীয় ঘরে (যে ভাষায় অনুবাদ চান) ভাষা হিসেবে 'বাংলা' সিলেক্ট করে তার ঠিক নিচের ইউআরএল-এ ক্লিক করুন। বাংলাভাষার সাইটই বাংলা অনূদিত হয়ে আপনার সামনে হাজির হবে!
একই কৌশল খাটাতে পারবেন বিং ট্রান্সলেটরেও।
ওয়েবে-ডেস্কটপে প্রক্সিফাই
প্রক্সিফাই খুব কাজের একটি প্রক্সি সাইট। কেন কাজের সেটি দেখতে হলে ক্লিক করুন এই লিংকে। এটি ব্যবহার করে যে কোনো ব্লকড ওয়েবসাইট আপনি দেখতে পাবেন। কম্পিউটারে ছোট একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করেও প্রক্সিফাই ব্যবহার করতে পারেন সহজেই। বিস্তারিত দেখুন এখানে।
প্রক্সি সাইট দিয়ে ব্রাউজ করুন ব্লকড হওয়া সাইট
ব্লকড হওয়া যে কোনো সাইট স্বচ্ছন্দে ব্রাউজ করতে পারবেন নিচের যে কোনো প্রক্সি সাইট থেকে। প্রতিটি সাইটেরই ওপরে-নিচে কিংবা মাঝখানে ওয়েব ঠিকানা লেখার একটি ঘর পাবেন। সেখানে কাঙ্ক্ষিত ওয়েবসাইটের ঠিকানা লিখে পাশে ক্লিক করলেই ব্যস!
পেইজওয়াশ ● হাইড আইপি এড্রেস ● হাইড মাই অ্যাস ● অ্যানোনিমাউস কুভিয়া ● ট্রাই ক্যাচ মি ● ওয়েব ফর প্রক্সি ● ফ্রি প্রক্সি সার্ভার ● বেটার প্রক্সি ● স্পাই সার্ফিং ● জেন্ড প্রক্সি ● প্রক্সি ব্রাউজিং ● প্রক্সসেইফ ● বুম প্রক্সি ● জেডফ্রিজ ● প্রক্সি সার্ভার ● নিউ আইপি নাউ ● মাইড মি হেয়ার জেন্ড টু ● অ্যানোন ● অ্যানোন আর ● আর্মি প্রক্সি ● বরাত প্রক্সি
মাইড মাই ● ক্রোক্সি ● লিমিট কিলার ● নুইপ ● আওয়ার প্রক্সি ● প্রক্সরিও ● প্রক্সিবাডি সাইটসার্ফ ● টেক্সাসপ্রক্সি ● আনব্লকড ● আনব্লক ● প্রাইভেক্স
প্রক্সি সাইটের আরো তালিকা পাবেন এখানে।
মজিলা ফায়ারফক্স যারা ব্যবহার করেন, তারা এই লিংকে গেলে প্রচুর অ্যাডঅনসের খোঁজ পাবেন।
বৃদ্ধাঙ্গলী দেখান সফটওয়্যারে-ভিপিএনে
হটস্পটশিল্ড সফটওয়্যারটি ইনস্টল করে আপনি ব্লকড হওয়া যে কোনো ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন। উইন্ডোজ, ম্যাক, আইওএস, অ্যান্ড্রয়েড - সবই সমর্থন করে এই সফটওয়্যার। ফ্রি ভার্সন ইচ্ছেমতো ব্যবহার করা যায়, তবে বিজ্ঞাপন দেখাবে।
বিনামূল্যের এরকম আরো কিছু কাজের সফটওয়্যারের মধ্যে রয়েছে -
টানেলবিয়ার ● আল্ট্রাসার্ফ ● প্রাইভেট
এছাড়া প্রক্সপিএন -এ একাউন্ট তৈরি করেও ভিপিএনের মাধ্যমে একই কাজ সম্ভব। এতে বেসিক একাউন্ট একেবারেই ফ্রি।
নিজেই তৈরি করে নিন নিজস্ব প্রক্সি সাইট
আপনার যদি নিজস্ব সাইট থাকে, তাহলে পিএইচপিতে লেখা একটি ছোট্ট স্ক্রিপ্ট ব্যবহার করে নিজেই বানিয়ে নিতে পারেন একটি প্রক্সি সাইট। গ্লিপ নামের ওয়েবসাইটটিই গড়ে উঠেছে দেশে দেশে ইন্টারনেট সেন্সরশিপের প্রতিবাদে এবং ইন্টারনেট ব্যবহারকারীদের নিরাপদ ব্রাউজিংয়ের কথা মাথায় রেখে। জেনে হয়তো অবাক হবেন, নিজস্ব প্রক্সি সাইট তৈরির ছোট্ট এই স্ক্রিপ্টটি এই যাবত ৬ লাখ ৩৫ হাজার বার ডাউনলোড করা হয়েছে। ব্যক্তিগত ব্যবহারের জন্য এটি একদম ফ্রি। বিস্তারিত দেখুন এখানে আর স্ক্রিপ্ট ডাউনলোড করুন এখান থেকে।
বোকা বানান মোবাইল ব্রাউজারকে
ডেস্কটপ পিসিতেই মোবাইল ব্রাউজারকে বোকা বানিয়েও আপনি ব্লকড হওয়া ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন। যেমন গুগল মোবাইলে একটি কৌশল খাটিয়ে ব্যবহার করুন ব্লকড হওয়া সাইট। আপনার ব্রাউজারের এড্রেস বারে এই লাইনটি লিখুন-
www. google.com/gwt/n?u=www.somewhereinblog.net
সামহোয়্যারইনের ইউআরএলের জায়গায় অন্য যে কোনো সাইটের ইউআরএল বসাতে পারেন। কিন্তু তার আগে অবিকল [ www. google.com/gwt/n?u= ] এই লাইনটি থাকতেই হবে তৃতীয় বন্ধনী ছাড়া।
গুগল ক্যাশের সদ্ব্যবহার
মোটামুটি চালু প্রায় সব ওয়েবসাইটের সর্বশেষ অবস্থার একটি কপি গুগল তাদের আর্কাইভে জমা করে রাখে। বাংলাদেশ থেকে কোনো ওয়েবসাইট দেখা না গেলে গুগল সার্চ ইঞ্জিনে গিয়ে ব্লক করা সাইটের ইউআরএল বা লিংকটি পেস্ট করুন। সার্চ ফলাফলে যা আসবে, তার প্রতিটির পাশে Cached নামে একটি ছোট্ট লিংক দেখবেন। সেখানে ক্লিক করে ব্লক করা সাইটের সর্বশেষ অবস্থাটি দেখার সুযোগ পাবেন। যেহেতু গুগল ঘন ঘন আপডেট করে পৃষ্ঠাগুলো, তাই আপডেটেড হোমপেইজটিই দেখতে পাবেন সংশ্লিষ্ট সাইটের। তবে এক্ষেত্রে কেবল হোমপেইজটিই দেখা যাবে, বাকি পৃষ্ঠাগুলো নয়।
এছাড়া যে কোনো ওয়েবসাইটের পুরেনো আর্কাইভ দেখার জন্য আর্কাইভ ডট অর্গের সাহায্য নিতে পারেন।