উদ্যোগটা মূলত বিয়ানীবাজার বণিক সমিতির। তাদের উদ্যোগে ব্লগ দিবস পালিত হল জেনে প্রথমে একটু বিস্মিত হয়েছিলাম। পরে অবশ্য খুশিই হয়েছি। কারণ এ থেকে একটি বিষয় স্পষ্ট যে, ক্ষুদ্র ব্যবসায়ী মহলও ব্লগের গুরুত্ব অনুধাবন করতে শুরু করেছে।
ব্যাপার না! আমার চিন্তাও সেটা না। ব্লগ মানে ব্লগ। কলিকাতা আর সামহোয়্যারইনের মধ্যে তফাৎ করি না। কিন্তু আজকের কথিত ব্লগ দিবস এইরকম ফ্লপ করলো কেন? মান-ইজ্জত তারা শেষ করে দিল একেবারে! সে যাক, আতঙ্ক তবু পিছু ছাড়ে না। এখন থেকে হয়তো দেখা যাবে, যার একটি ওয়েবসাইট আছে, সে-ই নিজে নিজে একটি দিবস ঘোষণা করে বসে আছে!
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১০ রাত ৩:৫৪