বয়সে তরুণ একজন ব্লগার সে তার বান্ধবীর সঙ্গে ঘরে হোক, অনলাইনে হোক শালীন-অশালীন কথা বলতেই পারে। সেটা একেবারেই দুজনের মধ্যকার ব্যাপার, ব্যক্তিগত বিষয়। এই গোপনীয়তাটুকু রক্ষা করা উচিত বলে আমার মনে হয়। ব্লগে টিয়া নামের এক ব্লগারকে কিছুক্ষণ আগে দেখলাম, তার বন্ধুর সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতাও ব্লগে তুলে দিয়েছেন। যদিও পোস্টটি এখন আর পাওয়া যাচ্ছে না। তবে তার আগেই অন্তত দেড়শো জন পোস্টটি পড়েছেন বলে আমার অনুমান।
সহ-ব্লগারদের সঙ্গে একটু আলাপ করতে চাইছি, ব্লগে ম্যাসেঞ্জারের কনভার্সেশন তুলে দিয়ে ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ করা ঠিক হল কি হল না- এই বিষয়ে।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১০ রাত ৩:৩৭