সৈয়দ আবদুল মোনয়েম
বাঁশরীর সুর নহে শুধু বায়ু জলন্ত অগ্নিকনা,
অন্তরে যার নাই সে আগুন জীবন্মৃত সেই জনা।
সুরের অনল জ্বালায় পরানে ঐশী প্রেমের বাতি,
শরাব সে শুধু মানব শরীরে উত্তেজনার সাথী।
মাশুক হইতে পৃথক যে জন বাঁশরী তাহার সখা,
বাঁশরীর সুরে মায়া মোহ হতে হৃদয় তাহার ফাঁকা।
বাঁশরী জহর- জহর বিনাশী সম কেহ দেখিবেনা,
সঙ্গের সাথী, বেদনার ব্যাথি তার সম মিলিবেনা।
প্রাণ বাজি রাখা প্রেমের কাহিনী বাঁশরী বলিয়া যায়,
মজনুর মত প্রেমিকেরা কভু নিজেরে খুঁজে না পায়।
মোদের দু'মুখ- এক মুখ থাকে মাশুকে হাকিকী পানে,
আশেক মাশুকের আলাপচারিতা চলছে সঙ্গোপনে।
অপর মুখটি তোমাদের দিকে শুনাইতে তার বাণী,
বদ্ধ ঘরের ভাঙিতে কপাট দুয়ারে আঘাত হানি।
জ্ঞানের চক্ষে ধ্যান করে যে সদা কান পেতে রয়,
সে বুঝিতে পারে মহান আল্লাহ কার মুখে কথা কয়।
(চলবে)
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০৬