তুমি আমার মনের ছোট্ট পোষা ময়না পাখি,
আদর করে তোমায় আমি বুকের উপর রাখি।
তোমার নরম আঙুল যদি হাতের মুঠোয় তুলি,
খরার মাঝে প্রাণ ফিরে পায় হাতের আঙুলগুলি।
আদর ভরা চুমু যখন চোখের পাতায় পড়ে,
শরমজমা মুখটি ফুলের কলির মতো নড়ে।
উঠতে বললে উঠো তুমি, বসতে বললে বসো,
সুখ আনন্দে ঘাড়ের কাছে নরম পালক ঘষো।
পাখি তুমি আকাশজুড়ে উড়বে কোথায় তা না,
দূরের নীলে না তাকিয়ে বুকে লুকাও ডানা।
রোদ ভেসে যায় রোদে রোদে, মেঘ ভেসে যায় মেঘে,
পাখি আমার ভাসে মনের আবেগে আবেগে।
পাখি আমার ওগো পাখি, ক্লান্তিকে দাও ছুটি
এই বলিষ্ট বাহু তোমার নির্ভরতার খুঁটি।