কবিতা আমার, তবে এই কবিতার শব্দগুলো
তোমার কাছেই ঋণি।
তোমার প্রতিটি নিঃশ্বাস থেকে পাওয়া।
ক্ষুদ্র ক্ষুদ্র অনুভূতিগুলো
কবিতার শরীরে নির্মাণ করে সৌন্দর্য।
আমি যে স্পর্ষের কথা বলি
সেখানে জড়িত তোমার কোমল হাত।
আবেগের শ্রোতে ভাসা বলি যাকে
সে স্রোতের উৎস তোমার লাজুক চোখ।
তোমার কথার খাঁজ কাটা দেখে
এখনো আমার মন মুগ্ধ, অভিভূত-
শ্রম, ঘাম ও ক্লান্তির বিনিময়ে তৃপ্ত হতে চায়।