গেলবার আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে সবকিছুকে বঙ্গবন্ধুকরণ করেছিল, সবকিছু বঙ্গবন্ধুর নামে করতো, অনেকেই তখন তিরস্কার করে শৌচাগারের নাম পর্যন্ত দিয়েছিল বঙ্গবন্ধু শৌচাগার।
নতুন করে আবার ক্ষমতায় এসে প্রধানন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর জন্মদিন কে `জাতীয় শিশু দিবস' ঘোষণা করে শুরু করলো তাদের প্রথাগত বঙ্গবন্ধূকরণ কার্যক্রম। বঙ্গবন্ধুর প্রতিটি দিনের কার্যক্রম বা মাস বছরের কার্যক্রম নিয়ে আরো কিছু দিবস ঘোষণা করা যেতে পারে।
যেমন- বঙ্গবন্ধু যেদিন প্রথম বই পড়তে শুরু করেছিলেন, সেদিন বঙ্গবন্ধু পাঠদিবস।
তারপর বঙ্গবন্ধু যেদিন স্কুলে গিয়েছিল, সেদিন হবে বঙ্গবন্ধু পাঠশালা দিবস।
বঙ্গবন্ধু যেদিন বিয়ে করেছিলেন, সেদিন হবে জাতীয় বিয়ে দিবস।
প্রথম যেদিন সন্তানের জনক হয়েছিল সেদিন হবে বাবা দিবস।
এরকম বঙ্গবন্ধুর প্রতিটি কাজ ঘিরে একটি নতুন দিবসের তালিকা করে এই সরকার অতিসত্ত্বর মানুষের দৃষ্টি আকর্ষন করবেন বলে মনে হচ্ছে।
আমরা আরো কিছু নতুন দিবসের অপেক্ষায় থাকলাম।