আমি ঘুম থেকে জাগার আগেই
তোমার আগমন বার্তা পেয়ে অস্থির সকালের রোদ
এরই মধ্যে বেশ কয়বার জানালার ফাঁকে উকি মেরে গেল।
ভোরের হাওয়া আজ বড় বেপরোয়া
যে করেই হোক ঘরে ঢুকবেই।
প্রতিদিন যে পাখির গান শুনে বুঝতাম-নতুন দিনের শুরু..
সে আজ কোমল শিশিরের সাথে জমিয়েছে ভাব।
আমি ঘুম থেকে জাগার আগেই ওরা জেনে গেছে
আগমন বার্তা তোমার।
ফুলের পাঁপড়ি ঝরা পায়ের শব্দে ভাঙে ঘুম, অন্যরকম ঘরে।
রোদের কণায় ঢাকা পিঠে তুমিও কেমন অন্যরকম।
পৃথিবীতে আজ আর চাওয়ার নেই কিছু
তোমার পিঠের সবটুকু রোদ আমি ছুতে চাই।
জানি অতি নগন্য আমার চাওয়া।
যেভাবে ভোরের বাতাস তোমার চোয়াল ছুয়েছে আজ
কপালের এলোমেলো চুল, মাথা, নাক,
নাকে নাকফুল সবকিছু ছুলো-
আমিও ভোরের বাতাসের সাথে মিশে
স্পর্শ করেছি তোমার নরম গালের তিল।
হাসতে হাসতে বাতাসের কোলে ঢলে পড়ে তুমি
বলেছিলে-`ওরকম আরো আছে।'
তারপর থেক সমুদ্র ছেকে তুলে আনা ঝিনুকের ফুল তুমি
`প্রণয়ের তীর্থ আমার' তিলের আবাদ ভূমি।