আপডেট :৯/১২/২০০১২
খুলনায় অধিকাংশ ব্লগারাই খুলনার বাইরে থাকেন সো তাদেরকে ইনটাইম পাওয়া যাচ্ছে না ।তারপরেও কাকপাখি,মুসাফির রাজিব,ব্রিগেডিয়ার এবং ওয়াচে থাকা কিছু ব্লগারদের নিয়ে আজ রাত ৮ টায় একটা ঘরোয়া আলোচনা করতে যাচ্ছি ।আশা করছি ওখান থেকেই আমরা পুর্ন পরিকল্পনার কাজ শেষ করতে পারব।
এবার দেশে ও বিদেশে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে আগামী ১৯ শে ডিসেম্বর ২০১২ ৪র্থ বাংলা ব্লগ দিবস পালনের প্রস্তুতি চলছে। ইতিমধ্যে ঢাকা ছাড়া দেশের মধ্যে সিলেট, রাজশাহী, চট্টগ্রাম ও রংপুর বিভাগের এবং দেশের বাইরে ইংল্যান্ড, আমেরিকা ও মালেয়শিয়ায় ব্লগ দিবস পালনের জন্য ব্লগাররা ইতিমধ্যে কার্যক্রম শুরু করে দিয়েছেন।
তাহলে আমরা খুলনার মানুষ পিছিয়ে থাকবো কেন ?খুলনা দিয়া বাংলাদেশ টিমরে ২-০ তে আগাইয়া দিয়া ঢাকায় পাঠাইলাম তারা কি করল কন ?ইচ্ছা ছিল ঢাকায় গিয়া ব্লগ ডে পালন করমু ,অহন ঐ চিন্তা বাদ।খুলনায় করমু দেশের সব থেইক্কা বড় অনুষ্ঠান ।আপনারা যারা খুলনার ব্লগার আছেন আসেন ভাই একসাথে কিছুক্ষন বসি ।কোথায় কিভাবে পালন করব এই নিয়ে সামান্য আলোচনা করি ।বেশী ত্যানা পেচাইন্নার দরকার নাই ঐডা বিশ্বব্যাংক করে ।ডায়রেক্ট একশন ।বলছি যখন কইরা ছাড়মু ।মনে রাইখেন সুন্দরবন আমাগো কাছেই ।
অনেকেই হয়ত ভুল করে বলে থাকেন ১৯ শে ডিসেম্বর সামু’র ব্লগ দিবস। কিন্তু যা একদমই ভুল। ১৯শে ডিসেম্বর হল বাংলায় যারা ব্লগ লিখেন তাদের সকলের জন্য ১৯শে ডিসেম্বর বাংলা ব্লগ দিবস। যাদের যাদের সাথে অন্য ব্লগগুলোতে নিক আছে বা অন্য ব্লগের ব্লগারদের সাথে পরিচয় আছে তাদেরকে জানিয়ে দিন।
যোগাযোগ : কাকপাখি :[email protected]
মোবাইল ০১৭৩৮৪৫৫৫৫৫
মুসাফির রাজীব ০১৭৬২৫৮৭০৭০
অতি জরুরী ।
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:০৫