মানুষ সৃষ্টিলগ্ন থেকে একা। কিন্তু সৃষ্টিকর্তা জানেন এই একাকিত্বের যন্ত্রণা মানুষের কাছে অসহনীয় ঠেকবে, তার মনের গহীনে প্রতি মুহুর্ত্বে জমতে থাকা কথাগুলো কাউকে জানানোর জন্য সে ব্যাকুল হয়ে উঠবে, মানুষের একজন সঙ্গী প্রয়োজন যে তাকে সঙ্গ দিবে, যার সাথে সে মনের ভাব প্রকাশ করবে। তাই তিনি মানুষের জন্য বন্ধু সৃষ্টি করেছেন।
প্রকৃত বন্ধু হলো সেই যে অন্য বন্ধুর বিপদে পাশে থাকে, ডাকলেই সাড়া দেয়।
ইংরেজী একটি প্রবাদ আছে "A friend in need is a friend indeed"
একজন ভালো বন্ধুই পারে বন্ধুর পথকে মসৃন করে তোলতে।
বাংলায় একটি প্রবাদ আছে "অশিক্ষিত মিত্র অপেক্ষা শিক্ষিত শত্রু ভালো"
বন্ধু কেমন হওয়া উচিত সে সম্পর্কে পবিত্র কুরআনে আল্লাহ বলেনঃ
-তোমাদের বন্ধু তো আল্লাহ তাঁর রসূল এবং মুমিনবৃন্দ-যারা নামায কায়েম করে, যাকাত দেয় এবং বিনম্র। (সূরাঃ আল-মায়েদা:৫৫)
-আর যারা আল্লাহ তাঁর রসূল এবং বিশ্বাসীদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, তারাই আল্লাহর দল এবং তারাই বিজয়ী। (সূরাঃ আল-মায়েদা:৫৬)
সৃষ্টিলগ্ন থেকে যে মানুষটি একা সে বিদায় কালেও একাই বিদায় নেয়, সেই মুহুর্ত্বে তার সাথে থাকেনা কোন বন্ধু, থাকেনা কোন সাথী। এবং একদিন কোন বন্ধু বা কোন বন্ধুত্বই তার কোন কাজে আসবেনা।
পবিত্র কুরআনে আল্লাহ বলেনঃ
-যেদিন(ফয়সালার দিন) কোন বন্ধুই কোন বন্ধুর উপকারে আসবে না এবং তারা সাহায্যপ্রাপ্তও হবে না। ((সূরাঃ আদ-দু'খান:৪১)
পবিত্র কুরআনে আল্লাহ বলেনঃ
-হে মুমিণগণ! তোমরা ইহুদী ও খ্রীষ্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত। আল্লাহ জালেমদেরকে পথ প্রদর্শন করেন না। (সূরাঃ আল-মায়েদা:৫১)