আজও আমার জানতে ইচ্ছে হয় তুমি কেমন আছো?
তোমার জীবনে আমি বিহীন দিনগুলো কেমন সঙ্গ দিচ্ছে তোমায়?
আজো কি তুমি আমার ফোন কলের অপেক্ষায় থেকে ঘুমিয়ে যাও একা একা?
ফজরের সময় আমি তোমায় জাগিয়ে দিলে তুমি উঠে সালাত আদায় করবে। ঘুমিয়ে যাওয়ার আগে আজো কি তুমি তাই ভাবো?
আমার জানতে ইচ্ছা করে খুব, জানতে ইচ্ছা করে।
মোবাইলে এলে কোন বার্তা আজো কি তুমি ছুটে যাও আমাকে পাবে ভেবে? বেজে উঠলে মোবাইলের রিংটোন সব কাজ ফেলে আজো কি তুমি ছুটে আসো শোনতে আমার কণ্ঠস্বর?
আজো কি তুমি সাজিয়ে রাখো আমার জন্য প্রশ্নের ঢালি?
অসাবধানতায় কখনো মোবাইলটি অফ হয়ে গেলে যেমনই ভাবে তুমি হয়ে উঠতে বিশ্বের সবচেয়ে চিন্তিত রমনী,
আজও আজও কি তুমি ততটুকু চিন্তিত হও?
আমি সময়মত খেয়েছি কিনা, ঘুমিয়েছি কিনা, সালাতে দাড়িয়েছি কিনা জামাতের সহিত, পাঠ করেছি কিনা আল-কুরআন, নিয়েছি কিনা বাবা-মায়ের খোঁজ।
আজও কি তোমার জানতে ইচ্ছা করে আমার সকল দিনপন্জি?
আজও কি তোমার এলোচুল ভিজে যায় অভিমানের জলে, প্রিয়!
আজ তোমার মোবাইল স্ক্রিণে অপাঙ্তেয় আমার নম্বার, আমাকে কল করতে গিয়েও তুমি তা মুছে ফেলো বারবার।
তোমার কষ্টের পাতা তুমি পুষে রাখো হৃদয়ের গভীর পটে, কেউ জানেনা আমিই জানি সেই হৃদয়ে কত যন্ত্রণা ঘটে।
আমি তোমার হৃদয়ে ডু্ব দিয়ে আমার হৃদয়েও কষ্ট মাখি, তুমিও জানো তুমি যে আমার প্রিয়তমা প্রাণ পাখি।