বহুদূর, শত-সহস্র যোজন পেরিয়ে তুমি
হয়ত অপেক্ষার প্রহর গুনছ, 'ক'বে আসবে তুমি'
এ আক্ষেপ মুখে নয় যেন তোমার সমগ্র সত্তা জুড়ে
আমার দু'চোখ অন্ধ এখানে, মাঝখানে বহু দেশ-দেশান্তরের বাধা
কল্পনার বহু চোখে দেখি তোমার দিনান্তের বিরহ
বিনাতারে ভেসে আসা তোমার কণ্ঠে বাজে এক পৃথিবীর আক্ষেপ
'ক'বে ফিরবে তুমি.....'!
সন্ধ্যা হতে ঝুম বৃষ্টি, মাঠ-ঘাট ছাপিয়ে শীতল বাতাস
তোমার এসএমএস জুড়ে উত্তাপের তীব্র আকাংখা
আমি বার বার আকাশের দিকে তাকাই, দেখি মেঘ, মেঘেরও ওপারে
কোথায় সে বৃষ্টি, যার শীতলতায় এ প্রাণ জুড়াবো তোমার কাছাকাছি
তোমার পাশাপাশি দেখবে আমায় ভোরের সূর্য, পাখিরা শোনাবে গান
দুর্বারা ধুয়ে দেবে দু'জোড়া পা, সন্ধ্যা তারা হাসবে মিটিমিটি ঐ দূরে
আর রাত্রিময় লিখিত হবে মহাকাব্য, আরব্য রজনীর এক হাজার এক রাত
এমনি হাওয়ায় হাওয়ায় ভাসছি আমি, দুলছো তুমি সারাবেলা, সারাক্ষণ
তুমি আছো সর্বত্র আমার, তুমি নেই কোথাও স্পর্শে, তুমি বহুদূর
তবু তুমি আছো আমার হৃদয় জুড়ে, একান্ত সঙ্গোপনে ঠিক ততক্ষণ
যতক্ষণ আছি এই আমি, মাঝখানে ব্যবধান বহু দেশ, বহু ক্রোশ ও যোজন।
-৪ জুন ২০১০
মদীনা মুনাওয়ারা, সউদি আরব।