মায়ের চোখে অশ্রুর ধারা
যেন টেলিফোনের তার বেয়ে এসে
প্লাবিত করছে এ পারের মরুভূমি।
বিত্তহীন চিত্তকে নিত্য জীবিত রাখার প্রয়াসে
মায়ের আঁচল ছিড়ে বেরিয়ে এসেছিলাম বিশ্ব-প্রান্তরে,
হঠাৎই এক ঝলক আলো এসে ধাঁধিয়ে দিল জীবন।
এতদিনের দারিদ্র্য-সখ্যতা আর সাম্যবাদের স্পর্শে
ইটে ইটে যে প্রাসাদ রচিত হলো মননের বালুচরে,
আমি জানতেও পারিনি তার ভিত্তিমূলের চোরাবালিকে
বজ্রের প্রয়োজন হয়নি;
বিদ্যুৎ চমকেই মিশে গেল ছায়াপৃথিবীর আবছায়ায়।
ধ্বংসস্তুপের আড়াল হতে উঁকি দেয় নতুন আলোর ঝলকানি
মহাসত্যের ভিত্তি রচিত হয় একত্ববাদের পারদে-শীসায়,
সময়ের শৃংখলিত অমোঘ সিঁড়ি বেয়ে রচিত হয় তলার পর তলা
বন্ধনে-ভালবাসায় পূর্ণতা পায় নব নব দেয়াল;
শুনতে পাচ্ছ মা? তোমার ছেলে "আলোক প্রান্তরের প্রজন্ম" এখন।
তুমি কি ভেবে বসে আছ সেই- পাতা ঝরা বাসন্তী দিনে
দক্ষিণের নারিকেল তলায় দাবার মঞ্চে সাজানো সমস্ত দুপুর
ক্রিকেটের ব্যাট হাতে বৈকালী ঝলমলে কিশোর;
থানা শহরের দিবসী সফরে অবাধ্য বেপরোয়া
ভাবছো বুঝি ভোরীয় কলেজে দৌড়ানো খোকা
তোমার মাখানো ভাত খেয়ে ছুটি আঁচলেতে মুখ মুছি?
দু'চোখে এখন কম দেখি মা, তাই ঝুলিয়েছি চশমা
অন্তর চোখে দেখে যাই সবগুলো আড়াল
তাই বুঝি আর বাকী নেই মাগো আঁখির সারল্যতা।
সপ্তাকাশের সুন্দর দেখি, দেখি পৃথিবীর আলো
তলানীর মত চারপাশ জুড়ে দেখি সীমাহীন কালো,
সত্য দেখেছি, সত্য জেনেছি, ধারণ করেছি এ বুকে
এ বুকের দামে টিকিয়ে রাখবো, শপথ নিয়েছি ঝুঁকে
মহা স্রষ্টার দরবারে। সকল আঁধার ঘিরেছে আমায় তাই
শংকা করো না; মোরা সীসার বাঁধনে গ্রন্থিত ভাই ভাই।
"তবে বল্ খোকা, কবে তোকে ফিরে পাবো?"
তুমি তো দেখেছ মা, বঞ্চনার দিন শেষে
তোমরা পেয়েছিলে স্বাধীনতা, তার ঠিক ছ'বছর পরে
পৃথিবীতে এসে আমি শুনার দিনে শুনেছি তোমাদের মুখে
তোমরা পেরিয়েছ যাতনার দিনগুলি।
সংকল্পের পথ ধরে তবু এগিয়েছে শিশু তার কৈশরের পানে
দায়িত্বপ্রাপ্তদের বলছিঃ তোমাদের অতি নগন্য সংখ্যক ছাড়া
পারোনি সত্যিকারের ভালবাসা দিতে
আমায় এবং আমার স্বদেশকে।
লালন করেছ অজস্র 'মীর জাফর'
প্রান্তরে প্রান্তরে লড়াই-সংগ্রামে ক্লান্ত বাংলাদেশ
যারা চায় আরেকটি যুদ্ধ! আরেক বার ধ্বংস হোক
হৃদয়ের তন্ত্রীতে গাঁথা সোনার বাংলাদেশ
তাদের প্রতিরোধে প্রয়োজন- বুলি নয়;
সত্যিকারের দেশপ্রেমীদের সহযোগী, প্রতিশব্দীয় 'রাজাকার'।
শুনেছ মা, ওরা আমায় ডাকে 'নব্য রাজাকার'
আল্লাহর কসম! তোমার এবং প্রিয় জন্মভূমির ভালবাসায়
রাজাকার (সাহায্যকারী) হতে আমি প্রস্তুত হাজার বার।
আমি তোমার কোলে ফিরতে চাই
মমতাময়ীর আশির্বাদ নিয়ে;
তিরস্কার বয়ে নয়।
৩১.০৫.২০০৭
মদীনা মুনওয়ারা, সৌদি আরব।
ছবির জন্য কৃতজ্ঞ যেখানে ।
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০০৭ ভোর ৫:৫৫