ভুল তালিকার মুখোমুখি দাঁড়িয়ে ॥ ফকির ইলিয়াস
...................................................................................
মাঝে মাঝে আমি ভুল তালিকা করে ফেলি।অনাথকে অন্ন তুলে দিতে গিয়ে,
তা তুলে দিই অসূরের হাতে। মাঝে মাঝে আমি কাক'কেও কবি স্বীকৃতি দিয়ে
করে ফেলি ফর্দ। যারা দেখেন, আমার ভীমরতি—
তারা হেসে উঠেন। আর বলেন, আরে! আরে! লোকটা করছে কী !
তার চেয়ে বরং একটা চড়ুই পাখি পোষা'ই উত্তম। বলেন কেউ কেউ—
কিংবা একটা কুকুর। যে চতুষ্পদটি প্রভুভক্ত এবং ধ্যানী।
আমি পোষতন্ত্র ভুলে গেছি অনেক আগেই। না হলে এমন ভুল তালিকা
তুলে দিতাম সদরে-অন্দরে ! ভাবতে ভাবতে পুরনো স্বৈরশাসকদের
তরবারির দিকে তাকাই। দেখি একটি দ্বিখণ্ডিত মাছির দেহ চিৎ হয়ে আছে
আমার লেখার টেবিলের ঠিক বামপাশে
@
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৫৬