ঠিকুজী [] ফকির ইলিয়াস
.................................................................
অতঃপর জ্যোতিষি আমার হাত কাছে নিয়া দেখিতে লাগিলেন। এবং কহিলেন, আমার
ভাগ্যে বিদেশভ্রমণ নাই।দেশেই ব্যবসা-বানিজ্যে শুভরত্ন।তার কোষ্ঠীকাহিনি শুনিয়া
আমি তাকাইলাম আকাশের দিকে। মূলধন গ্রহণের যে পদ্ধতি, তা শিখিবার জন্য মাটির
কাছে পাতিলাম হাত। মাটি আমার হাত ফিরাইয়া দিল না।কাছের বৃক্ষ হইতে কয়েকটি
পাতা আমার দুইহাতে পতিত হইল। কয়েকটি পাপড়ি আনন্দের সাথে ঝরিয়া
পড়িল আমার মাথার উপর। পুনরায় আকাশের দিকে তাকাইয়া দেখিলাম, একটি
উড়োজাহাজ দূরাকাশ ভেদ করিয়া উড়িয়া যাইতেছে। তাহার ভিতরে দেখা যাইতেছে
আমার একটি নির্মল ছায়া। একটি প্রজাপতি তার ক্যামেরায় তুলিয়া রাখিতেছে আমার ছবি।
@
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:২০