কখনো রোদ্দুরে হেঁটে যাই,
খুঁজে ফিরি তোমায়,
একটু খানি ছায়ার ভেতর অন্তরায়....
কখনো বৃষ্টিস্নাত বরষা মাঝে,
খুঁজে ফিরি তোমায়,
বিন্দু বিন্দু জলের অবিরাম ধারায়...
কখনো সাদা মেঘেদের ভেলায়,
খুঁজে ফিরি তোমায়,
ভেসে বেড়াও যখন তখন এই মন আকাশে...
কখনে দমকা হাওয়ার ডানায়,
খুঁজে ফিরি তোমায়,
উড়ছো তুমি শঙ্খচিল বেশে লিলুয়া বাতাসে....
কখনো কাক ডাকা ভোরে,
খুঁজে ফিরি তোমায়,
প্রথম সোনালী রোদে এক চিমটি ভালবাসায়....
কখনে জোনাক জ্বলা সন্ধ্যায়,
খুঁজে ফিরি তোমায়,
নিঝুম আঁধারে চাঁদের নিয়ন আলোর মুচকি হাসায়....
কখনো একলা রাতে,
খুঁজে ফিরি তোমায়,
পুরুনো সঙ্গীরূপে নতুন ফুল সজ্জায়...
কখনো নিজের সত্ত্বা মাঝে,
খুঁজে ফিরি তোমায়,
জেগে উঠো তুমি,তুমি হয়ে অথবা আমারই রূপসজ্জায়...