বিয়ে করা আসলেই অনেক খরচ আর দায়িত্বের ব্যাপার। একারণে ব্যাচেলররা ঢাকায় কষ্টে পড়ে গেছেন।
এখন দেয়ালে যেহেতু পিঠ ঠেকেই গেছে তাই আর আত্মসম্মান দেখে কি হবে? ঝাপ দিন।কারণ বিয়ে করা খুব সহজ ও যদি আত্মসম্মান বিসর্জন দিতে পারেন।
এই প্রজাতি নচিকেতার মত বড়লোক শ্বশুর দেখে প্রেম করে, বিয়েও করে তা পালিয়ে হোক আর ভুজভাজ দিয়ে হোক।এই ভেবে যে একবার শ্বশুর এর কাজে সুযোগ বুঝে ঢুকে যদি পড়া যায়। শ্বশুর বুদ্ধিমান হলে হা করে থাকতে হয় অবশ্য। কিন্তু শ্বশুরবাড়িতে থাকার কারণে ব্যাচেলর বাসা খোজার ঝামেলা কিন্তু থাকেনা।
অনেকে আছে যাদের অন্তর্বাস কিনতেও বাবার কাছে হাত পাততে হয়। কিন্তু পালিয়ে বিয়ে করে বউ সহ বাপের ঘাড়ে চেপে বসে। তারপর আর কি বিভিন্ন দিকে কাজ খোঁজা, পড়াশোনার চোদ্দটা বাজা আর ঈদের সময় বাপের দেয়া ঈদ শপিং এর টাকা বাঁচিয়ে বউ এর শাড়ি কেনা।বড়লোক বাবা থাকলে চেস্টা করতে পারেন।
অনেকে এক কাঠি সরেস। হার্ডকোর ফেসবুকার। ইনারা বিয়ে করে বউ এর ঘাড়েই চেপে বসেন। বউ এর টাকায় করা বাজারে বউ এর হাতে রান্না হওয়া খাবার সহ সেল্ফি দেন আর ফেসবুকে মজার ভিডিও শেয়ার দিয়ে বেড়ান।ব্যাচেলর বাসাও লাগলো না ভাড়ার টাকার টেনশন ও থাকলো না।
এই প্রজাতি লোভে পড়ে ঘটকের মিষ্টি কথায় বিয়ে করে,বাচ্চা নিয়ে শ্বশুর বাড়ি থেকে ফ্লাট পাবার আশায় বসে থাকে। শ্বশুর ও বাবা বাবা বলে আজ দিব কাল দিব করতে থাকে আর বাড়ি ভাড়া গুনতে গুনতে পকেট ফাকা হয়ে যায়। লাভ একটাই ব্যাচেলরের দুর্নাম ঘুচলো, বিয়ে হলো।
এই প্রজাতি উপরের প্রজাতির Upgraded version. এরা ভাড়া টানতে না পেরে বউ বাচ্চা হয় বাপের বাড়ি না হয় শশুর বাড়িতে রেখে ঢাকায় আত্মিয়দের বাসায় সাবলেট নেয়। আপাতদৃষ্টিতে অসহায় মনে হলেও অত্যন্ত চালবাজ প্রজাতি।
এইটা নতুন প্রজাতি। সব নষ্টামি ছেড়ে ৬ মাসে দাড়ি গজিয়ে কোন এক পুরান ঢাকাইয়া আত্বীয় ধরে অতি ধার্মিক কিন্তু বেকার ছেলে হিসেবে ঝুলে পড়ে। ধার্মিক তাই দুনিয়াদারিতে মন নাই ভাব ধরে ঘুরে বেড়ায়। কাকরাইলে সারাদিন কাটিয়ে এসে বলে "দুনিয়া টা হইলো মায়া, টাকা পয়সা অস্থায়ী এখন একটু কাছে আসতো"। উপরের সকল সুবিধাসহ কাজ না করার আনন্দ।
উপরের কোনটাই যদি না পারেন তাহলে আর কি পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে রাখেন যে শর্ত সাপেক্ষে ঘরজামাই হতে চান।
তাও না পারলে ফেসবুক/ব্লগে ব্যাচেলর ব্যাচেলর বলে কান্নাকাটি না করে ঢাকা ছাড়েন। আর বাস, ট্রেন বা স্টিমারে যাকেই পাবেন মুখটা ভোতা করে বলবেন "দুনিয়া গরিবের না।" বা " নিচে নামাটা শিখতে পারলাম না।"
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৫:১৬