মেয়ে তুমি এত খোলা মনে কিভাবে কথা বল? জাননা এভাবে কথা বললে সবাই ভাববে তুমি সবাইকে সুযোগ দিতে উন্মুখ। কিভাবে পর্ণ থেকে ক্রিকেট সব বিষয়ে সাবলীল থাকো? এসব নিয়ে তো মেয়েদের কথা বলতে নেই। আবার সমান অধিকার ও চাও। কাউকে পাত্তা না দিয়ে চল। একটুও ভয় করেনা তোমার মুখোশধারিদের। যাকে ভালোবাসো তাকে কেন সবার সামনে “ভালোবাসি” বলতে যাও, কেন তার হাত ধর? আজব তো... তুমি কি বোরখা পড়ে বা ছাড়া পার্ক, রেস্টুরেন্ট বা লাইব্রেরীর মাই টেপা ভালবাসার নাম শুননি? ওইটাই তো সমাজে সম্মান রাখে কারণ দেখেও কেউ দেখেনা। কিভাবে দেখবে মাই টেপা ভালোবাসা তো তাদের ও প্রিয় হাত ধরে হাটার চেয়ে। যে ছেলেটা পৌরুষ দেখাতে গিয়ে নিরোধ নেয়না তার পক্ষ না নিয়ে তুমি কিনা সেই দায়িত্বজ্ঞানহীন কাপুরুষের চাপে পড়ে ভালবেসে সব দেয়া আর কাঁদতে কাঁদতে নিজের একটা অংশ কেটে বাদ দেয়া মেয়েটার পক্ষ নাও! তোমার একটুও গায়ে লাগেনা। তুমি কি এই সুযোগসন্ধানী মুখোশধারি মাই টেপা দের একটু ও ভয় পাওনা। পাওয়া উচিৎ, নইলে তুমিও তো একদিন তসলিমা নাসরিনের মত বেশ্যা নাম পাবে। এখুনি শুধরাও, চলে আসো এই সমাজের মুঠোয়।
আরে আজব ছেলে তো তুমি। তোমাকে এত সমাজ কে আঘাত কেন দিতে হবে? জাননা সমাজ রেগে গেলে তোমাকে কোথায় নিয়ে যাবে মিথ্যা কুৎসা দিয়ে। তুমি নারীদের অধিকার নিয়ে লিখলে হয়ে যাবে চরিত্রহীন। রাজনীতি নিয়ে কিছু বললে তো চামচা বলতে কেউ পিছ-পা হবেনা। কাউকে সমবেদনা দিলে নাম জুটবে “সুযোগ-সন্ধানী”। তুমি কি “মাথা নিচু করে ধুঁকে ধুঁকে” বেঁচে থাকার নাম শুননি!!? সামাজিক যোগাযোগ এ এসে কিছু লিখলেই শুনতে হবে লিস্ট এ থাকা কত গুনিজনের কথা। এখানে সেন্সর বোর্ড আছে আমাদের সিনেমা তে না থাকলেও। তুমি বুঝনা কেন যে আই ডি দুইটা লাগবে একটা গালি দিতে আর আরেকটা হাদিস শেয়ার করতে। লুল। তুমি কাছের কাউকে তার আয়না দেখালে হবে শত্রু। তোমার কি বন্ধু লাগেনা? হোক না তারা সব সেজদাধারি টিয়া পাখি। তাই বলে একাই চলবে। “তবে একলা চল রে” এই গানে তোমার এত বিশ্বাস? দেখো আবার কোনদিন আজাদ স্যার এর মত রক্তাক্ত হয়ে রাস্তায় পড়ে থেকনা। তবে এখনো সুযোগ আছে মুখোশ টা পড়ে নেয়ার।
না তোমাদের নিয়ে আর পারিনা। ক্ষুদিরাম কে কেন পাশের বাড়িতে জন্মাতে দাওনা? চে র মত এমন সন্ত্রাসী কে আদর্শ মানতে হবে!! বীরাঙ্গনা সখিনার দেশে জন্মালেই কি তাকে মনে গেঁথে নিতে হবে? এত ফ্লরেন্স নাইটিংগেল হওয়ার শখ কেন তোমার? আদর্শ হিসেবে কি দেশের বড় বড় জনসেবি নেতারা আর তোমার প্রতিবেশী আবুলেরা কি মরে গেছে?
জানই তো তাদের পরিণতি কি হয়। তারপরেও যদি সামনে চলতে মন চায় তাহলে আর কেউ না থাকলেও আমি আছি তোমাদের সাথে। হলাম না হয় দুর্বল। তাই বলে কি আমার বাঁচতে শিখতে ইচ্ছা করেনা? শেখাবে না তোমরা মাথা তুলে বাঁচা?