>এই যেমন ধরুন না পুরনো কিছু জামা দিয়ে আলমিরা (আলমারি ) ভর্তি হয়ে আছে! অযথা সেই সব জামা কাপড় জমিয়ে না রেখে কিংবা ফেলে না দিয়ে আশে-পাশে থাকা এমন কাউকে দিলেন যাদের সামর্থ্য নেই রোজ রোজ নিত্য নতুন জামা কেনার! কিংবা আপনার বাসায় ভিক্ষা করতে আসা মিসকিনটাকে তার কেউ আছে কি না জিজ্ঞেস করে দিলেন সেই কাপড় দেখবেন তার মুখে যে হাসি ফুটবে তা অদ্ভুত তৃপ্তি দেবে আপনাকে! আমি প্রায় প্রায় এভাবে আমার পুরনো কাপড় আশে-পাশে থাকা তেমন মানুষদের দেই! আর প্রতি শুক্রবার ভিক্ষা করতে আসা মিসকিনদের দিতেই থাকি পুরনো জামা!
> ফ্রিজ ভর্তি খাবার রেখে পঁচিয়ে তা ফেলে না দিয়ে আশে পাশে থাকা না খেয়ে থাকা মানুষগুলোর মাঝে বিলিয়ে দিন, দেখবেন অই খাবার খেয়ে তারা যে ঢেঁকুর তুলবে সেই ঢেঁকুরে আপনার তৃপ্তি আসবে! আমরা প্রায় প্রায় এভাবে কাউকে না কাউকে খাওয়াই এবং মিলাদের শুকরানা (তোবারক ) যা প্রতি সপ্তাহে জমে জমে ফ্রিয ভর্তি হয় তা প্রতি শুক্রবার ভিক্ষা করতে আসা মিসকিনদের মাঝে বিলিয়ে দেই! ( এখানে মসজিদে প্রায় প্রতিদিন দোয়া মাহফিল থাকেই সেই সব তোবারক অনেক জমে যায়)
> পুরনো কোন কিছু বিক্রি করতে গেলে আশে- পাশে থাকা সামর্থ্য নেই এমন মানুষদের কথা আগে ভাবি এরপর যদি সেই সব তাদের দেয়া যায় এবং উপকারে আসে, তাহলে তা বিক্রি না করে দিয়ে দেই এমন কি নিজ আত্মীয়দের ও দিয়ে থাকি!
>> কাজ খুব ছোট কিন্তু তৃপ্তিটা কি যে অসাধারণ তা বোঝানো যাবে না... যদি এমন কিছু করে না থাকেন...
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৭