মার্কিন যুক্তরাষ্ট্রে কুমারী মায়ের সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে।
ওয়াশিংটন ডিসিভিত্তিক গবেষণা সংস্থা ‘চাইল্ড ট্রেন্ড’র সর্বশেষ পর্যবেক্ষণ জরিপে উদ্ঘাটিত হয়েছে যে, মার্কিন যুক্তরাষ্ট্রে গত ৫ দশকে অনূর্ধ্ব ৩০ বছর বয়সী কুমারী মায়ের সংখ্যা ক্রমাগত বেড়েছে। তবে গরিব পরিবার এবং স্কুল-কলেজ থেকে ড্রপআউট হওয়া মহিলার মধ্যেই বিবাহবহির্ভূত সম্পর্কের সন্তান ধারণের ঘটনা বেশি।
প্রাপ্ত তথ্য অনুযায়ী ২০০৯ সালে যত শিশু জন্মেছে তার ৫৯ শতাংশের মা হলো বিবাহিত অর্থাত্ কুমারী মায়ের সংখ্যা ৪১ শতাংশ। এসব শিশুর ৭৩ শতাংশ জন্মেছে কৃষ্ণাঙ্গ কুমারী মায়ের গর্ভ থেকে। ল্যাটিনো ৫৩ শতাংশ এবং শ্বেতাঙ্গ কুমারী মায়ের সংখ্যা হচ্ছে ২৯ শতাংশ।
সরকারি তথ্যের ওপর পরিচালিত ওই গবেষণায় আরও জানা গেছে, কলেজে নিয়মিতভাবে পড়াশোনা করছে এবং গ্র্যাজুয়েশন করেছে—এমন মহিলাদের খুব কমসংখ্যক বিবাহবহির্ভূত সম্পর্কের মাধ্যমে সন্তান নিচ্ছে। এক সময় আমেরিকায় এসব শিশুকে অবৈধ শিশু হিসেবে অভিহিত করা হলেও এখন আর সে ধরনের শব্দ কেউই উচ্চারণ করে না। অর্থাত্ বিষয়টি এখন স্বাভাবিক হয়ে গেছে। এমনকি এখন কেবল গরিব এবং সংখ্যালঘু সমপ্রদায়ের মধ্যেই তা সীমিত নেই, বিস্তৃত হয়েছে সব শ্রেণীর আমেরিকানদের মধ্যেও।
Click This Link
এখন একই কায়দা করা হয়েছে বাংলাদেশসহ সব মুসলিম দেশগুলোতে। চরিত্রহীনতার সীমা পার হওয়া আমেরিকানদের মতো যাতে মুসলমানদেরও নৈতিক চরিত্র ধ্বংস হয়ে যায় সেজন্য পাশ্চাত্য আর জাতিসংঘ মিলে ‘১৮ বছরের নীচে বিয়ে দেয়া অবৈধ’ বলে মুসলিম দেশগুলোতেও আইন করিয়ে ছেড়েছে।
উল্লেখ্য যে, বর্তমান নারী টিজিং আর বেহায়াপনার যুগে মা-বাবারা ছেলে-মেয়েদের নিয়ে ভীষণ চিন্তিত। কখন একটা পাত্র বা পাত্রী পাওয়া যাবে আর ছেলে-মেয়েদের অশ্লীলতার হাত থেকে নিরাপদ রাখা যাবে। কিন্তু ইচ্ছায়-অনিচ্ছায় কোন পিতা-মাতাই আর সেদিকে এগুতে পারেননা।
সরকারের জেল-জরিমানার ভয়ে অথবা চোখের সামনে ছেলে-মেয়েদের নৈতিক স্খলন হলেও কিছু করার নেই পিতা-মাতার। এমতাবস্থায় যদি ছেলে-মেয়ে যদি বিয়ে বহির্ভূত সন্তানের পিতা-মাতাও হয় তাহলে কোন ক্ষতি নেই পাশ্চাত্যের ডলারে নিয়ন্ত্রিত নারীবাদী, আর মিডিয়ার খপ্পরে পড়া সরকারের!!!!!!!!!!!!
বরং সরকার বিয়ে বহির্ভূত সম্পর্ককেই উৎসাহিত ও পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে!!!!!!!!!!!!!
ছেলে-মেয়েদের তথা সমাজের নৈতিক চরিত্র ধ্বংস হয়ে যাক এটাই যেন চায় সরকার!!!!!!!!!
তবুও ১৮ বছরের নীচে বিয়ে দেয়া চলবেনা!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
১. ০২ রা জুলাই, ২০১২ রাত ১:৫১ ০