অনেক স্বপ্ন নিয়ে এসেছিলে স্বপ্নের ক্যাম্পাসে, স্বপ্ন ধরা ও দিয়েছিল, কিন্তু সে স্বপ্ন বাস্তবায়নের আগেই তাড়া করল আর এক দুঃস্বপ্ন, আর সে দুঃস্বপ্ন তোমাদেরকে নিয়ে গেলো না ফেরার দেশে।
হ্যা, আমি তোমাদের কথাই বলছি, ২০০৪ সালের এই দিনে আমরা হারিয়েছি তোমাদের কে। সুন্দরবনের কটকায় সেদিন সেই দুঃস্বপ্নে তোমরা ১১ জন হারিয়ে গেলে আমাদের মাঝ থেকে, আর এমন করে হারালে যে আর কানদিন তোমাদের খুঁজে পাব না।
কিন্তু, আমরা জানি তোমরা আছ উজ্জ্বল নক্ষত্রের মত আমাদের মানসপটে।
বন্ধু নিপুন, কতদিন শুনিনা তোর সেই ওন্কার ধ্বণী। কিন্তু সত্যি কি জানিস, আজও যখন একটু একাকী বসি, আমি তোর সেই উদাত্ব কন্ঠের ওন্কার ধ্বণী শুনতে পাই, তোর সেই দরাজ কন্ঠের আবৃত্তি আজও আমাকে ফিরিয়ে নিয়ে যায় ক্যাম্পাসের সেই সবুজ অরণ্যে।
রুপা আপু, আজ অন্য কেউকে আপু বলে ডাকতে গেলেই কন্ঠ যেন বিদ্রোহ করে উঠে, তোমার কাছ থেকে যে স্নেহ পেয়েছি তা বোধ হয় আমার নিজের বড় বোন থাকলে সে ও দিতে পারত না, ট্যুরে যাওয়ার দিন সন্ধ্যায় তুমি বলেছিলে আবার দেখা হবে, কিন্তু দেখা হলো ঠিকই, সেটা তোমার শবদেহের সাথে, আপু বলে অনেক ডেকেছি, ডুকরে কেঁদে উঠেছি কিন্তু কোন উত্তর পাইনি, আর কোনদিন উত্তর পাব ও না, কিন্তু আজও তোমার সেই সুন্দর মিষ্টি স্নেহমাখা শাসন আমাকে ফিরিয়ে নিয়ে যায় নয় বছর আগের জীবনে।
কাওসার ভাই, তোহা ভাই আর কোন দিন আমরা একসাথে শাহআলমের দোকানে গভীর রাতে আড্ডায় বসতে পারব না, পারব না পরোটা খেতে খেতে কথার মালা গাথতে।
আজ আমরা অনেকেই তোমাদের ভূলে গেছি, তোমরা ক্ষমা করো আমাদের।