নুরুন নেসা আপার গ্রামের বাড়ির এই হাই স্কুলটিতে কম্পিউটার ল্যাব স্থাপনের উদ্দেশ্যে তিনি ডি.নেট এর সাথে যোগাযোগ করেন। কিন্তু ডি.নেট এর চলমান প্রকল্পগুলিতে নতুন ল্যাব করার সুযোগ না থাকলে ও ডি.নেট ল্যাবটি করতে আগ্রহ প্রকাশ করে । ডি.নেট এর হাতে বেশ কিছু সিপিইউ রয়েছে (পেন্টিয়াম ৪), কিন্তু ল্যাব করতে অন্যান্য যে সকল হার্ডওয়্যার প্রয়োজন যেমন মনিটর, ইউপিএস এগুলি নাই। পাশাপাশি শুধু ল্যাব করলেই তো হবে না, ল্যাবটি কার্যোপযোগী রাখতে কমপক্ষেন একজন শিক্ষককে প্রশিক্ষিত করা প্রয়োজন। সকল প্রয়োজন বিবেচনা করে নুরুন নেসা আপা ও ডি.নেট আলোচনা করে এই সিদ্ধান্ত নেয় যে, নুরুন নেসা আপা ল্যাবটি করতে প্রয়োজনীয় মনিটর, ইউপিএস, প্রিন্টার ও মোডেমের ব্যবস্থা করবেন, স্কুল কর্তৃপক্ষ ইন্টারনেট বিল ও বিদ্যুৎ বিল এর ব্যবস্থা করবেন আর ডি.নেট সিপিইউ, কীবোর্ড, মাউস, শিক্ষক প্রশিক্ষনসহ প্রয়োজনীয় টেকনিক্যাল সহযোগীতা প্রদান করবে। এবং আলোচনার প্রেক্ষিতে ঠিক হয় নুরুন নেসা আপা হার্ডওয়্যারগুলি নিজে ক্রয় না করে ডি.নেট এর প্রকল্প তহবিলে হার্ডওয়্যারগুলির বাজার মূল্য জমা দিবেন এবং ডি.নেট ল্যাব স্থাপনের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
সে প্রেক্ষিতে গত ২৫ সেপ্টেম্বর ২০১০ সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, নুরুন নেসা আপা ও ডি.নেট এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে (বাম থেকে লালচাঁদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ব্লগার নুরুন নেসা বেগম এবং ডি.নেট হেড অব ইনস্টিটিউশনাল এ্যাফেয়ার্স অজয়কুমার বসু)।