আজ ব্লগে লিখতে বসলাম নিজের জীবনের একটি মজার ঘটনা সবার সাথে শেয়ার করব বলে। ঘটনাটি ঘটে ২০০৯ সালে। মাত্রই এইচ.এস.সি পাশ করে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করে জীবনের মূল ধারার সাথে মিল রেখে যথারীতি ব্যর্থ হলাম। মাথার মেজাজ চরম খারাপ। আমার এক বন্ধু জুনায়েদ বলল, চল এক্সিকিউটিব কেয়ারে ভর্তি হয়। বলা বাহুল্য, জুনায়েদও আমার মত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ব্যর্থ। কোন কিছু চিন্তা না করেই ভর্তি হয়ে গেলাম “Spoken English” কোর্সে। হেলেদুলে যেমন চলার কথা তেমনই চলছিল।
হঠাত একদিন মশিউর ভাইয়া (আমাদেরকে যিনি পড়াতেন) বলেন, আজ তোমরা বৃষ্টি নিয়ে ইংরেজিতে কবিতা লিখবে। সবাই তো বিস্ময়করভাবে ভাইয়ার দিকে তাকিয়ে আছে। আমাদের ব্যাচের ২/৩ জন আর সবাই ছিলাম ফাঁকিবাজ। কোন রকমে ক্লাসগুলো পার করতাম আর কি! যাই হোক, ভাইয়ার কথা শুনে সবাই দেখি কবিতা লেখা শুরু করে দিয়েছে। আমি কিছুক্ষণ বসে রইলাম। ভাবছিলাম বৃষ্টি আপারে তো জীবনে কখনো সহ্য করতে পারি নাই। বসে বসে ভাবছি কি লিখা যায়।
হঠাত জুনায়েদ জিজ্ঞেস করল, লিখছিস না কেন? আমি কিছুক্ষণ চিন্তা করে বললাম, আমি একটু টয়লেটে যাব। আমার টয়লেটের যাওয়ার পেছনে প্রাকৃতিক কোন ডাক ছিল না। তখন আমার একটার রোগ ছিল। কোন বিষয়ে ভাবতে হলে টয়লেটে যেতে হত। ঐদিন টয়লেটে গিয়ে আমার মাথায় কবিতাও চলে আসল। টয়লেট থেকে এসে জুনায়েদকে বললাম, আমার কবিতা রেডি। জুনায়েদ আমার রোগের কথা আগে থেকেই জানত। সুতরাং সে একটা হাসি দিয়ে বলল, লিখে ফেল।
কবিতাটি লিখে ফেললাম। আমার আগে অনেকেরই শেষ। আমি আর জুনায়েদ শেষ করলাম সবার পরে। ভাইয়া এবার পুরা নতুন একটা খেলা খেলে বসল।

মনে সাহস রেখে যেই শুরু করলাম সবাই হেসে উঠল। সবার হাসি দেখে ভাইয়াকে বললাম, ভাইয়া আমি পারব না। ভাইয়া বলে তোমাকে পারতে হবে। আবার শুরু করলাম, এবারও সবাই হেসে উঠল। ভাইয়া সবাইকে ধমক দিয়ে থামিয়ে দিল। চোখটা খাতার দিকে রেখে গান গেয়ে ফেললাম। সবাই আমার কবিতা শুনে হা করে রইল। আমার লেখাটা আসলে কবিতা নাকি ছড়া তা আমি নিজেও জানতাম না। আর ইংরেজি গ্রামারের তো বালাই ছিল না। ভাইয়া বলল, সাবাশ। আজকে তুমিই সেরা পারফর্মার।

এই দিনটির কথা কখনো ভুলতে পারব না। আমার স্মরণীয় দিনগুলোর একটা। এই কবিতাটা নিয়ে পরে অনেকেই অনেক খোঁচা দিছে। পরে মজাই পেতাম। হাজার হোক, নিজের লেখা তো!!

Rain is pain
Sometimes it gives us entertain
Some roads broken
Some things stolen.
Crop washes away
Cattle go away
Farmer losses wealth
Man losses health.
River becomes full of water
Drain becomes filter.
বিঃ দ্রঃ ইংলিশে দুর্বল তাই এটা নিয়ে কেউ মন্তব্য করবেন না।
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:০৭