
কিছুদিন ধরে প্রচুর মুভি দেখা হচ্ছে । অফিস ছুটি। আইএমডিবি চইষা ফেললাম।অসম্ভব ভাল লাগছে যেমন কিছু মুভি ,তেমনি কনফিউজড হয়েছি অনেক মুভি দেখে। অনেক বার একতা কথাই মনে হয়েছে, মুভি জগত আসলেই একটা মহাসমুদ্র। সেই মহাসমুদ্র সেঁচে কিছু মুক্তার সন্ধান দিতে চাই। আপনাদের খুবই ভাল লাগবে গ্যারান্টি দিতে পারি এমন কিছু মুভি নিয়ে কথা বলব।
এখনো দেখে না থাকলে আর মিস করবেন না।
Mulholland Dr (2001)
থ্রিল, ড্রামা, রহস্য, অ্যাকশন আর টুইস্টের রসে পরিপূর্ণ একটা মুভি।বেশ কিছুটা ১৮+ এর ছোঁয়াও আছে।মুভিটা প্রথমবার দেখে কতক্ষণ মাথা চুলকেছি, ঘটনা কি হইল এইটা???
ঘটনার প্রত্যেক মোড়ে মোড়ে টুইস্ট। হলিউডের এক সুন্দরীর গাড়ি অ্যাক্সিডেন্ট দিয়ে শুরু।সুন্দরী ভদ্রমহিলা স্মৃতিভ্রষ্ট হয়ে যায়। এরপর টলতে টলতে একজনের বাড়িতে আশ্রয় নেয়।দেখা হয় নাওমি ওয়াটসের সাথে,মুভির আর এক কেন্দ্রীয় চরিত্র। দুইজনে মিলে সুন্দরীর রহস্য খুঁজতে থাকে,কি তার পরিচয়.........

মনে হচ্ছিল সরল পথেই এগুচ্ছে কাহিনী। কিন্তু আমাকে পুরোপুরি বিভ্রান্ত করে অন্য দিকে কাহিনী মোড় নিতে থাকে। এসি কারেন্টের মত কাহিনীর গতিপথের মুহুর্মুহু পরিবর্তনে,রহস্যের মায়াজালে পুরোপুরি বিভ্রান্ত।সুন্দরীর ব্যাগে খুজে পাওয়া যাওয়া বিশেষ একটা চাবির জন্য রহস্যময় সেই বাক্সের সন্ধান, বাক্স খোলার সাথে সাথে ঘটনার পুরো ইউটার্ন

অনেক গুলো প্রশ্নের উত্তর খুজে পাইনি। নাওমি আসলে কে? রহস্যময় বাক্সটা কই থেকে আসল? মুভির উপর ওই চেয়ারে বসা আপাতদৃষ্টিতে ভিলেন মনে হওয়া লোকটাই বা আসলে কে? শীঘ্রই আবার দেখব উত্তরে জন্য। অসাধারণ এই মুভিটা না দেখে থাকলে কাল না করে আজই দেখে ফেলুন।

ও আচ্ছা বলতে ভুলে গিয়েছি, নাওমি আর অই সুন্দরীর খুবই অন্তরঙ্গ সিন আছে কিছু।



আইএমডিবি লিঙ্কঃ
Click This Link
টরেন্ট ডাউনলোড করাই আমার প্রিয়।
টরেন্ট ডাউনলোড লিঙ্কঃ (ব্লু রে প্রিন্ট)
Click This Link
ভাল থাকবেন। আপনাদের ভাল লাগলে আরো কিছু মুভি নিয়ে ভবিষ্যতে কথা বলব।


সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৪