শিশির জমে আছে মাকড়শার জালে।ঠিক মুক্তোর মত।তাই না?
একটি জবা।গোধুলির ঠিক আগে তোলা।
একটি ফুটন্ত গোলাপ।
দেখুন তো।পাতার রঙ এর সাথে কিরকম মিলে গেছে অসাধারন সুন্দর প্রজাপতিটির রঙ।
রোদের আলোয় রঙ্গন।
একটি শিশির বিন্দু।বটগাছের একটি শীর্ষে।
প্রজাপতিটি মধু খাচ্ছে।
মাস তিনেক হবে।নতুন একটা পোস্ট দিলাম।ব্লগে থাকি নিয়মিত।পড়ি।লেখার সময় পাই না।যাই হোক।কেমন লাগল??????জানাবেন। ভাল লাগলে আরো কিছু ছবি শেয়ার করব।দেখার জন্য ধন্যবাদ।
গঠনমূলক সমালোচনা চাচ্ছি।