হাত ছেড়ো না পথের শেষে অন্ধকারে
আমি তোমার হাত ধরেছি অন্ধ হয়ে,
ত্যাঁদড় প্রেমিক, ভালোবাসার দাম বুঝি না
হয়তো তোমার ভাগ্যে ছিল এটাই জীবন
আমার কাছে যা পেয়েছো অবহেলায়।
একেকটি রাত কাটিয়ে দেব আকুলতায়
ঠিকই আকাশ ফর্সা হবে নতুন ভোরে
হাত ছেড়ো না, হাত ছেড়ো না একটুকুও
আমি তো ছাই মরেই ছিলাম জরার মত
তখন কেনো হাত ছোঁয়ালে আমার হাতে!
তোমার আঙ্গুল ছুঁয়ে বাচবো বলে এখন আমি,
তোমার কাছেই ভার দিয়েছি নির্ভরতার।