অনেক দিন থেকেই লিনাক্সের বিভিন্ন ডিস্ট্রো বঽবহার করছি। লিনাক্সের নতুন কোন ডিস্ট্রো বঽবহার করতে গেলে প্রথমেই যে সমস্যার সমাধান করতে হয় তা হল বাংলায় লেখা নিয়ে। সাধারণত ইনপুট মেথড যদি ibus দেয়া থাকে, তবে ibus m17n ইঞ্জিন ইন্সটল করে নিলেই বাংলা লেখার জন্য আইবাসে ইউনিজয় লেআউট পাওয়া যায়।
তবে যেক্ষেত্রে আইবাস থাকে না, তখন বিপদে পরতে হয়। গতকাল এলিমেন্টারি ফ্রেয়া ইন্সটল করলাম ল্যাপটপে। এর ইনপুট মেথড হিসেবে আইবাসই ডিফল্ট দেয়া আছে। কিন্তু m17n ইঞ্জিন ইন্সটল করেও কোন ভাবেই ইউনিজয় দিয়ে বাংলা লিখতে পারলাম না। তবে সিস্টেম সেটিং থেকে বাংলা খুজে নিয়ে প্রভাত লেআউট ঠিকই ব্যবহার করতে পারলাম। সমস্যা হচ্ছে আমার প্রভাত লেআউট মুখস্ত নেই। এটা কিভাবে কাজ করে সেই ধারণাও নেই। কিবোর্ড লেআউট চার্ট থেকে কোন কি তে কোন শব্দ বোঝার চেষ্টা করলাম। তবে "ই" "উ" "ঽ" এইগুলো কিভাবে লিখে কোনভাবেই ধরতে পারলাম না। গুগলে অনেক খুজেও সহজ কোন আইডিয়া করতে পারলাম না। বুঝলাম এই লেআউট সম্পর্কে পর্যাপ্ত তথ্যের অভাব আছে নেট এ।
কিছুক্ষণ এক্সপেরিমেন্ট করে অবশেষে মেকানিজম টা ধরতে পারলাম। প্রভাতের একটা বিশেষ কি আছে, যেটা ধরে রেখে "ি" (d) কার এর ক্লিক করলে "ই" হয়। আর সেই বিশেষ কি টি হচ্ছে কিবোর্ডের ডান দিকের "Alt" কি।
একই ভাবে, "ঈ" লিখার জনঽ ডান পাশের "Alt" কির সাথে "Shift" কি ধরে "ি" (D) চাপতে হবে। "ঽ" এর জনঽ "Alt" এবং "হ" (i) বাটন প্রেস করতে হবে।
প্রভাত এর "প্র" লিখতে হলে, প এর সাথে র যুক্ত করতে হবে। অর্থাৎ প+g+র = প্র
আশা করি তথঽগুলো কারো না কারো প্রয়োজনে লাগবে।