بِسْــــــــــــــــــمِ اﷲِالرَّحْمَنِ اارَّحِيم
আপনি প্রতিটি সাইটের জন্য সম্পূর্ণ ইউনিক পাসওয়ার্ড তৈরী করতে পারেন এবং খুব সহজেই পাসওয়ার্ডগুলো মনে রাখতে পারেন। এই পোস্টে বুলেটপ্রুফ পাসওয়ার্ড তৈরীর পদ্ধতিকে সরলীকরণ করে উপস্থাপন করা হয়েছে।
বুলেটপ্রুফ পাসওয়ার্ড এর বৈশিষ্ট্য:
১. এটি কমপক্ষে ৮ অঙ্কের হবে। যত বড় হবে পাসওয়ার্ড ততই শক্তিশালী হবে।
২. প্রতিটি পাসওয়ার্ড ক্যাপিটেল লেটার এবং স্মল লেটারের সংমিশ্রন থাকবে।
৩. পাসওয়ার্ডে অবশ্যই কোন সংখ্যা থাকবে। এমন সংখ্যা যা দ্বিতীয় কোন ব্যক্তির জন্য অনুমান করা কঠিন।
৪. পাসওয়ার্ডে কোন ইংরেজী অভিধানের শব্দ থাকবে না।
৫. পাসওয়ার্ডে অবশ্যই স্পেশাল ক্যারেকটার থাকবে। যেমন: space ` ~ ! @ # $ % ^ & * ( ) _ - + = { } [ ] | : ; " ' < > , . ? / ইত্যাদি।
৬. পাসওয়ার্ডে কখনোই নিজের ব্যক্তিগত তথ্য থাকবে না।
৭. পাসওয়ার্ডের একটি পলিসি/রুলস থাকবে। যেটা সম্পূর্ণ নিজের মস্তিষ্কপ্রসূত হতে হবে।
৮. পাসওয়ার্ডটি একটি acronym বা শব্দ সংক্ষেপ হবে।
৯. পাসওয়ার্ড এমন হবে, যে এটি কোন কারণে হ্যাক হলেও যে একাউন্ট হ্যাক হয়েছে, শুধু সেটিই ক্ষতিগ্রস্ত হবে, আপনার সব একাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে না।
আরো কিছু তথ্যের জন্য নিজের ইনফোগ্রাফিকটি দেখতে পারেন (সৌজন্যে: লাইফহ্যাকার):
যত সংক্ষেপে পারা যায়, বিষয়টি একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করছি:
এই পাসওয়ার্ড টি দেখুন: v2vn?CDspog
এই পাসওয়ার্ড টি উপরিউক্ত সবগুলো বৈশিষ্ট্য অবলম্বনে এই পোস্টের জন্য তৈরী করলাম:
কারো পক্ষে অনুমান করা সম্ভব আমার বানানো এই পাসওয়ার্ডের পলিসি কি?
আমিই ব্যাখ্যা করছি:
১. পাসওয়ার্ডটি somewhereinblog.net এর জন্য তৈরী।
২. v2vn?CDsp এটা মূল পাসওয়ার্ড, যেটা সব সাইটের জন্যই ব্যবহার করা হবে। তবে v2vn?CDspog এটা সামহোয়্যার ইন ব্লগের জন্য। somewhereinblog এর ইংরেজী বানানের শেষ দুটি লেটার নিয়ে বানানো। যদি গুগলের একাউন্টের জন্য হতো তবে সেটা হোত: v2vn?CDsple অর্থাৎ google এর শেষ দুই অক্ষর।
৩. এখন মূল/স্টাটিক পাসওয়ার্ড (v2vn?CDsp) টি ব্যাখ্যা করব:
v2vn?CDsp খুব মজার একটি পাসওয়ার্ড। "ভাল তো ভাল না? চায়ের দামে শরবত পাইলাম" বর্তমান সময়ের জনপ্রিয় এক বিজ্ঞাপনের এর এই উক্তিটি আশা করি কমবেশি সবাই শুনেছেন। আমি শুধু প্রথমে এই উক্তিকে ইংরেজিতে লিখেছি: valo to valo na? chayer dame shorbot pailam
এরপর এটাকে উপরিউক্ত শক্তিশালী পাসওয়ার্ডের বৈশিষ্ট্যের আলোকে এভাবে সাজিয়েছি:
valo to valo na? chayer dame shorbot pailam
প্রতিটি ক্ষেত্রে্ই আদ্যাক্ষরকে নেয়া হয়েছে, শুধু to এর স্থানে 2 বাসানো হয়েছে, আর বর্তমানে খালি/ব্ল্যাঙ্ক Compact Disc এর দাম কোন কোন রেস্তোরার চায়ের দামের কাছাকাছি হওয়ায় একে CD হিসেবে রাখা হয়েছে। অর্থাৎ ক্যাপিটেল লেটারে লেখা হয়েছে। আর স্পেশাল ক্যারেকটার হিসেবে ? মার্ক রাখা হয়েছে। আমি যদিও স্পেস ব্যবহার করিনি, তবে আপনারা করতে পারেন কারণ স্পেস একটি শক্তিশালী স্পেশাল ক্যারেকটার।
আমার মনে হয়, আমি একটি শক্তিশালী পাসওয়ার্ড উদাহরণের সাহায্যে আপনাদের সামনে ব্যাখ্যা করতে পেরেছি। আপনার পাসওয়ার্ড এবং পাসওয়ার্ডের পলিসি/রুলস আপনি নিজেই তৈরী করবেন (এবং কারো সাথে শেয়ার করবেন না)। পাসওয়ার্ড পলিসি সংক্রান্ত কোন ব্যতিক্রমী মজার আইডিয়া থাকলে শেয়ার করলে খুশি হব।