তোমার চোখে জোছনার ছোঁয়া,
স্বপ্নেরা বাসা বাঁধে চুপে,
গভীর কালো, রহস্য মাখা,
যেন রাতের আকাশ রূপে তারা।
তোমার ঠোঁট গোধূলি বর্ণ,
মৃদু হাসিতে ঝরে কিরণ,
তাকিয়ে থাকি অবাক হয়ে,
হারিয়ে যাই প্রেমের প্লাবনে।
তোমার গলায় বৃষ্টি ঝরে,
নরম বাতাস খেলে স্নিগ্ধ,
তোমার ত্বকের ছোঁয়া যেন,
সাত রঙা ইন্দ্রধনুর মৃদু নিঃশ্বাস।
তোমার শরীর ঢেউয়ের মতো,
নদীর বাঁকের রূপের খেলা,
সৃষ্টির মায়া আঁকা তোমায়,
যেন দেবীর শিল্পের মেলা।
তোমার চলায় ছন্দ মিশে,
নুপুর বাজে রূপের সুর,
তুমি যেন কবিতার শিরোনাম,
যেখানে লুকায় প্রেমের নূর।