বই পাগলের ব্লগে এই লেকাটি আছে
১। বেহেসত ভালা খাবার তাকব
২। সুন্দরী রমনি তাকবে
৩। শরাবুন তহুরা তাকব
৪। সুন্দর বালক তাকব কেন তাকব বলা নাই
৫। খাওয়া আচে মাগার হাগার ব্যাপারে বলা নাই।
৬। আরও মাতাল হবেননা মদ খাইলে
জান্নাতের বিবরণ
---------
জান্নাত চিরস্থায়ীত্ব ও মর্যাদার আবাস। আল্লাহর সৎবান্দারা এমন নেয়ামত উপভোগ করবে যা চক্ষু কখনোও দেখেনি, কান কখনোও শুনেনি, এমন কি মানুষের অন্তরে কখনও ধারণা ও কল্পনা রূপেও উদিত হয়নি। কেউ জানেনা যে, তাঁর জন্য জান্নাতে তাঁদের আমলের বিনিময়ে চক্ষুশীতলকারী কি কি সামগ্রী যোগাড় রাখা হয়েছে। মুমিনগণের আমল অনুসারে বেহেশতে তাঁদের স্তর ও শ্রেনী ভিন্ন হবে। আল্লাহ পাক যারা ঈমানদার এবং জ্ঞান প্রাপ্ত, তাঁদের মর্যাদা উচ্চ করে দিবেন। আল্লাহ তা'য়ালা বলেন, "(হে নবী!) তুমি (তাদের) বলো, আমি কি তোমাদের এর চাইতে উত্কৃষ্ট কোনো বস্তুর কথা বলবো? (হ্যাঁ, সে উত্কৃষ্ট বস্তু হচ্ছে) তাদের জন্যে, যারা আল্লাহকে ভয় করে। এমন সব লোকদের জন্যে তাদের মালিকের কাছে রয়েছে (মনোরম) জান্নাত, যার পাদদেশ দিয়ে প্রবহমান থাকবে (অগনিত) ঝর্ণাধারা, তারা সেখানে অনাদি কাল থাকবে, আরো থাকবে (তাদের) পূত পবিত্র সংগী ও সংগীনীরা - (সর্বোপরি) থাকবে আল্লাহ তায়ালার (অনাবিল) সন্তষ্টি। আল্লাহ তায়ালা নিজ বান্দাদের (কার্যকলাপের) ওপর সর্বদা সতর্ক দৃষ্টি রাখেন।" (সূরা আলে ইমরানঃ আয়াত ১৫)
জান্নাতবাসীরা নিজের কামনা ও রুচি অনুযায়ী যা ইচ্ছা পানাহার করবেন। আল্লাহ তা'য়ালা বলেন, "পরহেযগার লোকদের জন্যে রয়েছে (পরম) সাফল্য, (তা হচ্ছে সুসজ্জিত) বাগবাগিচা, আঙ্গুর (ফলের সমারোহ) (আরো রয়েছে) পূর্ণ যৌবনা ও সমবয়সী সুন্দরী তরুণী॥ এবং উপচেপড়া পানপাত্র।" (সূরা আন-নাবাঃ আয়াত ৩১-৩৪) আছে স্বচ্ছ পানির নহর, নির্মল দুধের নহর যার স্বাদ অপরিবর্তনীয়, পরিশোধিত মধুর নহর এবং পানকারীদের জন্য সুস্বাদু শারাবের নহর। তাদের সে শারাব দুনিয়ার শারাবের মত নয়। আল্লাহ তা'য়ালা বলেন, "ঘুরে ঘুরে বিশুদ্ধ সূরা তাদের ওপর পরিবেশন করা হবে, শুভ্র ও সমুজ্জ্বল - যা (হবে) পানকারীদের জন্যে সুস্বাদু। তাতে কোনো রকম মাথা ঘুরানির মতো ক্ষতিকর কিছু থাকবে না এবং তার কারণে তারা মাতালও হবে না, তাদের সাথে (আরো) থাকবে সলজ্জ, নম্র ও আয়তলোচনা তরুণীরা।" (সূরা আছ ছাফ্ফাতঃ আয়াত ৪৫-৪৮)
"(সেদিন) অবশ্যই জান্নাতের অধিবাসীরা মহা আনন্দে বিভোর থাকবে, তারা এবং তাদের সংগী-সংগীনীরা (আরশের) সুশীতল ছায়ায় সুসজ্জিত আসনের ওপর হেলান দিয়ে (বসে) থাকবে, সেখানে তাদের জন্যে তাদের কাংখিত (ও বাঞ্ছিত) সব কিছু থাকবে, পরম দয়ালু মালিকের পক্ষ থেকে তাদের (স্বাগত জানিয়ে) বলা হবে, (আল্লাহ তায়ালার পক্ষ থেকে তোমাদের ওপর) সালাম (বর্ষিত হোক)," (সূরা ইয়াসিনঃ আয়াত ৫৫-৫৮) আল্লাহর রাসূল বলেন, জান্নাতের এক তরুণী যদি দুনিয়াবাসীকে একবার উঁকি মেরে দেখে, আসমান ও যমীন আলোকিত হয়ে যাবে এবং ভরে দেবে সুগন্ধে। জান্নাতীদের সর্বাপেক্ষা বড় নেয়ামত মহান রাব্বুল আলামিনের সাক্ষাত লাভ। তাঁরা পেশাব পায়খানা করবে না, ফেলবে না থুথু। চিরুণী হবে স্বর্ণের, ঘাম মিস্কের। এ নেয়ামত অব্যাহত থাকবে কখনোও বন্ধ হবে না। রাসূল সাঃ বলেন, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, সে সব সময় জান্নাতের নেয়ামত উপভোগ করবে কোন দিন এ নেয়ামত থেকে সে বঞ্চিত হবেনা। জান্নাতের সর্ব নিম্ন নেয়ামত পৃথিবী ও পৃথিবীর সমস্ত বস্তুর চেয়ে দশ গুণ শ্রেয়। আর এই নেয়ামত সেই ব্যক্তি লাভ করবে যাকে সর্বশেষে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে।
"(সেই মনোরম জান্নাতে) তারা সুসজ্জিত আসনে হেলান দিয়ে বসবে, সেখানে সূর্যের (তাপ) যেমন তারা দেখবে না, তেমনি দেখবে না কোনোরকম শীত (এর প্রকোপ)। তাদের ওপর (জান্নাতের) গাছের ছায়া ঝুঁকে থাকবে, সুস্বাদু ফল-পাকড়াকে তাদের আয়ত্বাধীন (রাখা হবে), তাদের (সামনে খাবার) পরিবেশন করা হবে রৌপ্যনির্মিত পাত্রে এবং তা হবে স্ফটিকের মতো স্বচ্ছ, রূপালী স্ফটিকপাত্র (যার সবটুকুই) পরিবেশনকারীরা যথাযথভাবে পূর্ণ করে রাখবে, সেখানে তাদের এমন এক অপূর্ব সূরা পান করানো হবে, যার সাথে মেশানো হবে 'যানজাবীল' (নামের এক মূল্যবান সুগন্ধি), এ হচ্ছে জান্নাতের এক অমীয় ঝর্ণা, যার নাম 'সালসাবীল'। তাদের চারদিকে ঘোরাঘুরি করবে একদল কিশোর বালক, যারা (বয়সের ভারে) বৃদ্ধ হয়ে যাবে না, যখনি তুমি তাদের দিকে তাকাবে, মনে হবে এরা বুঝি কতিপয় ছড়ানো ছেটানো মুক্তা, সেখানে যখন যেদিকে তুমি তাকাবে, দেখবে শুধু নেয়ামতেরই সমারোহ, আরও দেখবে নেয়ামতে (উপচে পড়া) এক বিশাল সাম্রাজ্য, এই বেহেস্তবাসীদের পরনের কাপড় হবে অতি সুক্ষ্ম সবুজ রেশম ও মোটা মখমল, তাদের পরানো হবে রূপার কংকন, (তদুপরি) তাদের মালিক সেদিন তাদের 'শরাবান তহুরা' (মহা উত্কৃষ্ট পানীয়) পান করাবেন, (তাদের মালিক তাদের বলবেন, হে আমার বান্দারা) এই হচ্ছে তোমাদের পুরস্কার এবং তোমাদের (যাবতীয়) চেষ্টা সাধনার স্বীকৃতি!" (সূরা আদ্ দাহরঃ আয়াত ১৩-২২)
~~~(সমাপ্ত)~~~

আলোচিত ব্লগ
=একটু সৃজনশীল হও=
খেয়ে দেয়ে আরামসে ঘুম, এ জীবন বুঝি
খাও দাও ঘুমাও এ কর্ম রোজই,
টিকটকে ভিডিও, ফেসবুকের রিল,
তাতেই করছো সুখ ফিল?
সাজুগুজু, প্রাশ্চাত্যের ড্রেসাপ, হাই হিলে হাঁটা
ব্যস! এমন অহমে পূর্ণ জীবনে ঝাঁটা
নেই সংসার গুছানোতে... ...বাকিটুকু পড়ুন
আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সরকার কি পদক্ষেপ নিবে ?
আওয়ামী লীগের মিছিলের সংখ্যা দিন দিন বাড়ছে। ঢাকার ডেমরা-উত্তরা- বাড্ডা - মিরপুর সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগ ঝটিকা মিছিল করছে। প্রায় তিনমাস ধরে রাস্তায় মিছিল নামানোর প্রস্তুতি ছিলো। মিছিলে... ...বাকিটুকু পড়ুন
এমন দেশটি কোথাও খুঁজে পাবেনাকো তুমি- যেদেশে হাসির জন্যও প্রাণ দিতে হয়!
কয়েক দিন আগে একটা পোস্ট দিয়েছিলাম হবু চন্দের আইন কবিতা নিয়ে, যেখানে কান্নার বিরুদ্ধে রাজা আইন জাড়ি করেছিলেন.....আজ লিখতে হচ্ছে- হাসির জন্য প্রাণ কেড়ে নেওয়ার ঘটনা নিয়ে। আমরা সবাই ইতোমধ্যেই... ...বাকিটুকু পড়ুন
কিছু কিছু মানুষ জ্ঞান-বুদ্ধি সম্পন্ন হওয়া সত্ত্বেও তা কাজে লাগাতে পারে না
নারীর বাড়ি দিনাজপুর। স্বামী ঢাকায় ব্যবসা করেন। পারিবারিক কলহের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে কথাবার্তা বন্ধ ছিল কয়েকদিন। এরমধ্যে ফেসবুকে রংপুরের কাউনিয়ার যুবক শামীমের সঙ্গে পরিচয় হয় ওই নারীর। পরে মোবাইল... ...বাকিটুকু পড়ুন
৭১ না দেখেও কেবল ইতিহাস পড়ে যদি আপনি ৫৩ বছর পরে এসেও পাকিস্তানকে ঘৃণা করতে পারেন। তাহলে নিজ চোখে ভারতের আগ্রাসন দেখেও চুপ কেন?
প্রথমেই শুরু করতে চাই সীমান্ত হত্যা নিয়েঃ -
ভারতীয় সীমান্তরক্ষী দ্বারা ২০০০ সালের পর থেকে এ পর্যন্ত প্রায় ১,৫০০ সাধারণ ও বেসামরিক বাংলাদেশি হত্যা করা হয়েছে। ভারত সরকারের বাংলাদেশের সীমান্তে... ...বাকিটুকু পড়ুন