কিছুদিন আগে আমি দুইটি পোস্ট দিয়েছিলাম এখানে ক্লিক করুন , এখানে ক্লিক করুন , পোস্ট দুইটি ছিল জাল হাদীস বিষয়ে। পোস্ট দুইটি থেকে আমি যে বিষয়টি উপলব্ধি করলাম তা হল, হাদীস বিষয়ে আমাদের মাঝে জানার অভাব রয়ে গেছে। অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, হাদীস আবার জাল হয় কি করে বা এগুলো জাল হওয়ার ইতিহাস কি বা এগুলো যে জাল হয়েছে তার পিছনে কারা জড়িত। তাই আমি মনে করলাম, আমাদের মাঝে হাদীস বিষয়ে একটি স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন। হাদীস কাকে বলে? সুন্নাহ কাকে বলে? সহীহ হাদীস কাকে বলে? যয়ীফ বা মওজু বা জাল হাদীস কাকে বলে? হাদীস জাল হলো কি করে? প্রভৃতি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্ট্রা করব ইনশাল্লাহ। যেহেতু বিষয়টি অনেক বড় তাই লেখাটি সিরিজ আকারে প্রকাশিত হবে।
আজকে যে বিষয়টি প্রথম উল্লেখ করব সেটি হচ্ছে, হাদীস কাকে বলে?
কুরআনে হাদীস শব্দটির প্রয়োগ অনুসারে ও আভিধানিক দৃষ্টিতে এর অর্থ হলো- কথা, সংবাদ, বাণী, খবর, বর্ণনা, আধুনিক ইত্যাদি।
আল্লাহ কুরআনে এরশাদ করেছেন-
অর্থঃ তারপর তারা কোন কথাকে বিশ্বাস করবে- (আরাফ:১৮৫) (এখানে হাদীসের অর্থ এসেছে 'কথা' হিসেবে)
অর্থ: তোমর কাছে মূসার খবর এসেছে কি? (নাযিয়াত: ১৫) (এখানে হাদীস শব্দটির অর্থ এসেছে 'খবর' হিসেবে)
অর্থঃ তবে তোমার রবের নেয়ামরে বর্ণনা কর (দ্বোহা:১১) (এখানে হাদীস শব্দটির অর্থ এসেছে 'বর্ণনা' করা হিসেবে)
আরবী ভাষায় ব্যবহারের উদাহরণস্বরূপ বলা হয়ে থাকে:
অর্থঃ আমাদের কাছে আধুনিক ফার্নিচার পাওয়া যায়। (এখানে হাদীস শব্দটির অর্থ এসেছে 'আধুনিক' হিসেবে)
ইমাম রাগেব ইসপাহানী স্বীয় গ্রন্থ মুফরাদাতে বলেন:
অস্তিত্ববিহীন বস্তুর অস্তিত্ব লাভ করার নাম হাদীস ও হুদুস, সেটা শরীরী হোক কিংবা অশরীরী। শ্রবণ কিংবা অহীর সূত্রে ঘুমে অথবা জাগরণে মানুষের কাছে পৌছে এমন প্রত্যেক কথাকে হাদীস বলা হয়।
শরীয়তের পরিভাষায় হাদীস শাস্ত্রের বিশারদগণ প্রায় সমার্থবোধক সংজ্ঞা প্রদান করেছেন। শাহ আব্দুল আযীয মুহাদ্দিস দেহলভী (র) বলেন:
সমগ্র মুহাদ্দিসগণের পরিভাষায় নবী (স) এর কথা, কাজ ও অনুমোদনকে হাদীস বলা হয়।
বুখারীর ভূমিকায় বলা আছে:
হাদীস এমন জ্ঞান যার দ্বারা নবী (স) এর কথা, কাজ ও অবস্থা সম্পর্কে জানা যায়।
আল্লামা বদরুদ্দীন আইনী বলেন: ইলমে হাদীস এক বিশেষ জ্ঞান যার মাধ্যমে নবীর কথা, কাজ ও অবস্থা সম্পর্কে জ্ঞাত হওয়া যায়।
উপরোল্লেখিত বর্ণনায় প্রামাণ হয় যে, রাসূল (স) তাঁর নবুয়্যতী জীবনে যা কিছু বলেছেন, করেছেন এবং অন্যের কথা বা কাজের অনুমোদন ও সমর্থন করেছেন তা হাদীস।
এর পরবর্তী পোস্টে হাদীসের উৎস, হাদীসের প্রকারভেদ এবং সুন্নাহ নিয়ে লিখব ইনশাল্লাহ।
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৪৬