আমি লুটোপুটি খেতে চাই সেই পথে,
যে পথের ধূলো গায়ে মেখে মায়ের মমতা মেলে।
আমি হাবুডুবু খেতে চাই সেই নদে,
যে নদ বয়ে যায় মায়ের আঁচলের মতো ঢেউ খেলে।
আমি ডুব দিতে চাই সেই জলে,
যে জলের ছোঁয়ায় মায়ের পরশ মেলে।
আমি প্রাণ জুরাতে চাই সেই বটের তলে,
যে তলে বসে মনে হয় আছি মায়ের কোলে।
আমি তো থাকতে চাই সেই সোনা গাঁয়ে,
যে গাঁয়ের মাটির প্রতি কণাতে মায়ের আদর মাখা থাকে।
আমি তো উড়তে চাই সেই বাতাসে ,
যে বাতাস থেকে মায়ের হাসি কানে ভেসে আসে।
আমি তো চাই সেই সুর শুনতে,
যে সুর আমায় শুনিয়ে মা দিতো ঘুম পাড়িয়ে।
আমি তো চাই সেই বৃষ্টিতে ভিজতে,
ভিজে যেনো মনে হয় আমায় মা আছে জড়িয়ে।
আমি তো বাঁচতে চাই এমন সুখ-আবেশে,
যেমনি করে মা আমায় রাখতো দুধে-ভাতে।
আমি তো বিভোর হতে চাই সেই স্বপ্নে,
যে স্বপ্ন নিয়ে মা লালন করতো আমাকে।
আমি তো চাই লিখতে এমন এক কবিতা,
যে কবিতার প্রতি চরন জুড়ে থাকবে মায়ের কথা।
আমি তো চাই পেতে সেই দোয়া,
সারাজীবন আমার জন্য যে দোয়া করতো মা।
আমি তো চাই পরপারে মায়ের ভালো থাকা,
সবকিছুর চেয়ে এটাই আমার সবচেয়ে বড় চাওয়া।
(মা-হারা সন্তানদের জন্য)
২৬ নভেম্বর, ২০০৫
মুহসীন মোসাদ্দেক রাজু
mosaddeq22@yahoo.com