বয়সের ভারে নুয়ে পড়েছো তাুতে কী, উচ্ছাস নেবে?
আমার উচ্ছলতা তোমায় দিতে চাই, নেবে? দেখো ভেবে;
তোমার মুখে স্নিগ্ধ হাসি'রা আসুক ফিরে,
খঞ্জন প্রহর ধরুক ঘিরে।
আমার চোখের মুগ্ধতার অনুভব তোমায় দিতে চাই,
তোমার মুগ্ধ অনুভবগুলোর মাঝে পেতে চাই ঠাঁই;
চাই মন তোমার ফাগুন রঙে হোক রঙীন,
যা দেখতে পাচ্ছি, দিন দিন মনের অবস্থা
তোমার সঙ্গীন।
একটি ফাগুন ঋতু দিতে চাই তোমার চোখে
যা দেখবে তাতেই সুখ উপছে পড়বে,
রঙে রঙীন সব তোমার সম্মুখে
তুমি উচ্ছল হও, হাসি খুশিতে হও আমার আপন;
একবেলা মনে ধরাতে চাই উচ্ছলতার কাঁপন।
মন কেন তোমার কাদায় পূর্ণ,
এসব অহম তোমার, ইচ্ছে হয় করে দেই চূর্ণ,
অলীক হাওয়া এসে ছুঁয়ে দিক তোমায়,
কেন যে দিনরাত থাকো বিতৃষ্ণার কোমায়।
তোমাকে আমার দোয়েল প্রহর দিতে চাই, নাও না!
একটি বসন্ত বিকেল তোমার কাছে হয়ে থাক পাওনা;
বসন্ত এসে ভিড় জমাক তোমার মনে,
একবার মরো বন্ধু প্রেম শিহরণে।
একটি চাঁদ জোছনার প্রহর নাও, তোমায় দিলাম
বেরসিক মনটা আমার কাছে করো নিলাম,
মনে মন ছুঁয়ে দাও,পাবে মুগ্ধতার অনুভূতি
আমার মনের সুখ আলো দিয়ে
তোমার মনে ছড়াতে চাই প্রেমের জ্যোতি!
আমার কবি মন তোমাকে দিতে চাই উপহার
সাহিত্যিপ্রেমী হয়ে উঠো তুমি, ছুঁড়ে ফেলো অহঙ্কার;
কিছু কাব্যি লিখতে চাই তুমি শিরোনামে
তুমি প্রেমিক পুরুষ হও, মন ফুরফুরে রাখো
নিজেকে রেখো না আর দুর্নামে।
©কাজী ফাতেমা ছবি
০৯-০৪-২০২২
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৫:২৬