০১। =প্রকৃতি দিয়েছে অনেক=
হয়তো কৈশোরে কেউ ছিল মনে
যে হারিয়ে যায়, তাকে খুঁজে কী লাভ,
আমার মনে কেউ নেই এবেলা
অতীতের গল্প অতীতেই দিয়েছি জলাঞ্জলি।
এখানে সুখ নিয়ে বাঁচি,
আমার যা প্রাপ্তি তাই নিয়ে ভাবি,
অল্পতেই সুখী হতে চাই, মুগ্ধতা কুঁড়াই
প্রকৃতি আমায় করেনি অবহেলা কিঞ্চিত।
২।=আহা সোনালী অতীত=
এখনো দুরন্তপনার দিনগুলো মনে রাখি
আহা কী ডানপিঠে সময়গুলো আমার
ছিপে তোলা পুটির নাচন, রূপালী সময়গুলো
আমার বড্ড প্রিয়,
পাখির খাদ্য খোঁজা, বিকেলে বউছি কানামাছি
আর আকাশে হেমন্তের হাওয়ায় ঘুড়ি উড়িয়ে
ভাবতাম এই যে আমার স্বপ্ন এই আকাশ ছুঁলো;
অতীতের সুখগুলো মনের জোর দেয় বাড়িয়ে এবেলা।
৩। =যায় দিন ভালো=
সময়গুলো ডাকলেও আর আসবে না কাছে
যা যায় তা ফিরে আসে না,
যায় দিনগুলো সত্যিই ভালো, মায়ায় মাখানো
আসে দিন এক ঝাঁক দুঃখ নিয়ে আসে।
আগত আলোগুলোতে আলপিন থাকে গাঁথা
অযথাই হৃদয় খুঁচিয়ে করে রক্তাক্ত,
কত শত ঝঞ্ঝাট এসে কাঁধে করে ভর,
বয়সের তোড়ে ভেসে যায় বিগত সুখগুলোও ।
৪। =ক্ষমা চাইলে তিনি করবেন ক্ষমা=
নিঃশ্বাস ছেড়ে নিঃশ্বাস টেনে রোজ সকালে
ভাবনায় আনি প্রভুর প্রতি কৃতজ্ঞতা;
যেটুকু সময় আরও পাবো, হয়তো অনুতাপে পুড়ে
ক্ষমা চেয়ে ক্ষমা পেতে পারি এটুকু বিশ্বাস গড়ে উঠে মনে।
একেকটি সকালের আলো দিয়ে জীবনকে সাজাই নতুন করে
গুছিয়ে নেয়ার বায়না যদিও মনে থাকে
তবুও আলসেমীর খাতায় নাম তুলে রাখি আমার,
ফের সকালের আলো পার করে দেই, আসে স্বপ্নময় রাত।
৫। =হৃদয় পটে এঁকে রেখেছি রবের নাম=
হৃদয় পটে এঁকে রেখেছি আল্লাহর নাম
সে পট কারো দখলে দিতে চাই না আর,
মনের গোপন ঘরে কেবল আল্লাহর নামের তছবি
জপে যাই কী দিন কী রাত।
তার দয়া না পেলে জীবনের মূল্য কী আর
যেটুকু দিয়েছেন তাতেই তুষ্ট,
চাই না তিনি সহসাই হন রুষ্ট;
বাঁচবো না একদিন, যাবো খালি হাতে,
সময়ের পিঠে যে হয়েছি সওয়ার।
©কাজী ফাতেমা ছবি
১৪-১১-২০২২
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:০৬