=আকাশের মন খারাপ আজ, অথচ ফুলেরা হাসে=
আকাশের মন খারাপ, মেঘ কাজল চোখ তার,
কেঁদে দিলেই লেপ্টে যাবে চোখের কাজল,
আকাশের বুকে বিষাদের ছাউনি,
ধ্বস নামলেই ডুবে যাবে মাটি!
================================================
অনেক দিন পর আকাশের ছবি নিয়ে আসলাম। কত জায়গা হতে তুলেছি এই আকাশের ছবিগুলো তার হিসাব নেই। এত এত আকাশের ছবি জমা আছে। এক এক করে দিতে পারলে ভালো লাগতো। ইদানিং সব কিছুই কঠিন হয়ে যাচ্ছে। পোস্ট দিতে কষ্ট হয়। নেট স্লো । সব মিলিয়ে আগের মত ঝটফট কিছুই পোস্ট দিতে পারি না। একটা পোস্ট দিতে অন্তত দুই তিন ঘন্টা লেগে যায়। আশাকরি ছবিগুলো ভালো লাগবে।
০২। =দূর করে দাও সব ভ্রান্তি এ মাবুদ=
সকল ক্লান্তি ভুলে কখনো কী পালাতে পারবো
কখনো কী মুক্তি পাবো বন্দিত্বের বেড়াজার হতে;
কবে বসবো সবুজ ঘাসে, দেখবো সীমান্তজুড়ে সবুজ
আর উঁকি দিলেই আকাশের মেঘ ছুঁয়ে যাবে মন।
০৩। =চাঁদের প্রহর=
সব আনন্দ চুরি করে, হাসছে রূপার আলো,
চাঁদের হাসি দেখলে আহা মন হয়ে যায় ভালো;
আসুক দু:খ আসুক কষ্ট, চাঁদ নিয়ে যায় দূরে,
মনের তারে বাজে বাঁশি মোহনিয়া সুরে।
০৪। =মেঘের পরতে পরতে যেন শুদ্ধতা আঁকা=
সব ভুলে যাই, সব মুছে ফেলি, যত ক্লান্তি থাকে মন ছুঁয়ে,
জোরে নি:শ্বাস টেনে আমি মন আকাশে শুভ্র মেঘ রাখি রুয়ে;
অচেনা পৃথিবী আমার চেনা হয়ে যায় যখন আকাশ দেখি,
বৃক্ষ তরু পাতায় পাতায় মেঘের ফুল আছে ফুটে একি!
০৫। =তবুও ইচ্ছে জাগে মনে=
সুখের পায়রা এসে বসেনি মনের মাচায়,
চোখ বন্ধ করলেই দেখি আশার পায়রার উড়োউড়ি,
পায়রাগুলো বন্দি হয়ে রইলো কোন্ খাঁচায়;
কই আকাশ ছুঁয়ে উড়ে না ডানা মেলা ঘুড়ি!
০৬। =এসো আকাশ দেখি=
মধ্যদুপুর ঠিক যখন,
এসো যেখানে লিলুয়া বাতাস যায় বয়ে
যখন তোমার আলসেমী ক্ষণ;
এসো, যেখানে বসলেই আলগোছে বেলা যায় ক্ষয়ে!
০৭। = আকাশ ভালোবাসি......=
শুভ্র টগর আকাশ পানে, মেলে দিলো ডানা,
হাওয়ার তোড়ে উড়বে টগর মানবে না আর মানা,
শুভ্র টগর ফুলটা যেন মেঘ'রা আছে ছুঁয়ে,
আকাশটা আজ রোদ্দুর নিয়ে ধুলোয় আছে নুয়ে।
০৮। =নিয়ো টেনে তোমার ইবাদতের পথে=
কত নেয়ামত ছড়ানো এই ধরিত্রির বুকে,
কৃতজ্ঞতায় নুয়ে পড়ে বলি ও মাবুদ করি তোমার শোকর গুজার,
কত রহমত এই আকাশজুড়ে, আকাশ মর্ত্যে আছে ঝুঁকে,
তিনি দিয়েছেন তার দয়ায় বান্দার জন্য যত রহমত করে উজার।
০৯। =আকাশও কাঁদছে দেখ বন্ধু=
মন আকাশে কালো মেঘের ঘনঘটা, চোখ জুড়ে শোকের উত্তাপ
আকাশ আয়নায় কোন সে দু:খ ছবি আছে ঝুলে,
বাড়ে বাড়ে বাড়ে ....... মনে কষ্ট সন্তাপ,
ক'ফোটা জল রেখেছি আজ চোখে তুলে।
১০। =প্রভু ক্ষমা করে দিয়ো=
গোধূলীর রঙ মাখি মনে, একটি সন্ধ্যা বেলা,
আনমনা মন ভাসাই মেঘে, রক্ত মেঘের ভেলা;
উড়ে পাখি ডানা মেলে, মেঘ ছুঁয়ে ঐ নীলে,
একটি বিকেল মিহি হাওয়ায় শান্তি মিলে দিলে।
নীল আকাশের প্রান্ত ছুঁয়ে (আকাশ ভালোবেসে)-১
নীল আকাশের প্রান্ত ছুঁয়ে-২ (আকাশ ভালোবেসে)
নীল আকাশের প্রান্ত ছুঁয়ে-৩ (আকাশ ভালোবেসে)
আকাশের প্রান্ত ছুঁয়ে-৪ (আকাশ ভালোবেসে)
নীল আকাশের প্রান্ত ছুঁয়ে-৫(আকাশ ভালোবেসে
নীল আকাশের প্রান্ত ছুঁয়ে -৬(আকাশ ভালোবেসে)