এগুলো আগের শীতের। এবার এখনো শীতে যাওয়া হচ্ছে না গ্রামে। শীতের ঋতু গ্রামে বড় ভাল্লাগে। সকালের গরম ভাতের সাথে বিভিন্ন শাক সবজি। পুটি মাছের ঝোল। তাছাড়া পিঠা কিন্তু এখনো গ্রামে তৈরী হয়। বাড়িতে গেলে আম্মা পিঠা তৈরী করেন নানা জাতের। আর বিন্নি ভাত ডিম ভূনা সে তো আছেই।
গ্রামে শীত অন্য রকম আমেজ নিয়ে আসে। সবাই রোদে বসে গল্প করা হয় যদিও আগের মত কেউ অবসর নেই । ব্যস্ততার ভিড়ে আমাদের ছোটবেলার শীত ঋতু হারিয়ে গেছে। তবুও শীত ভাল্লাগে যদিও গোসল করতে কষ্ট ভীষণ। এমন কুয়াশা ঘেরা সকালে আমিও একদিন একা হেঁটে হেঁট যেতাম প্রাইভেট পড়তে অথবা স্কুল কলেজে। এমন শীত কুয়াশা দেখলে ছোটবেলা ইয়াদ হয়।
০২। সরিয়া ফুলে শিশির
০৩। সরিষা ফুল
০৪। মেজটা গাছে শিশির ঝুলে আছে
০৫। গ্রামের গাঁদা
০৬। ঘাসে ঘাসে শিশির বিন্দু । কী স্নিগ্ধতা ছড়িয়ে আছে মাশা আল্লহ
০৭। শীতের দিনে ক্ষেতে কৃষকদের কর্ম পরিবেশ এমনই ।
০৮। কুয়াশার জন্য সামনের কিছুই দেখা যাচ্ছে না
০৯। কুয়াশায় ঘেরা চারিদিক একটি গাছ কেবল একলা দাঁড়িয়ে
১০। বাবুটা খড় আনতেছে জ্বালাবে বলে
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:৩৫