৬১।
তুমি আমার জীবন পাতায় একটি মনোহারী ব্যাকগ্রাউন্ড লেপ্টে দাও-আমি তোমাকে কিছু ভালবাসার শব্দ উপহার দিব। জুলাই ৩১, ২০১৭
৬২।
লালনীল প্রেম বুকে উঁকি মারে,মন দেউড়ি বন্ধ। তবু বাহারী প্রেম চোখের কিনারে ঝুলে থাকে,
প্রেম কি মানুষের সাথে হয়? না আমি প্রকৃতি প্রেম মনে আঁকি!
২৬-০৮-২০১৭
৬৩।
কমলাকোয়া ঠোঁট শুষ্ক,বিষন্ন হাসি আসে হাসির উত্তরে,
মনখোলা হাসি ঠোঁট ছুঁয়না,
ঠোঁট কামড়ে কষ্ট জিহ্বায় ঠেলে দেই,
হাসি মরল চৈত্র আসার আগেই।
২৭-০৮-২০১৭
৬৪।
পাখি পিছু তাকাসনা,ফিরে যা সাত সমুদ্রের ওপাড়ে,
সময় বেরসিক,বুঝিস তো!
চাইছি যাবার বেলা একটা পালক খসে পড়ুক!
স্পর্শ নিয়ে প্রেম অনুভব করবো!
২৮-০৮-২০১৭
৬৫।
বুক গহীনে কোথায় ঘাটতি থেকেই যায়,
কিছুতেই ভাল না লাগার সময়গুলো ঝাপটে ধরে,
মন উঠোন ব্যথার নীল বালুচর,
মনভাঙ্গা কাঁচ আঁচড় কাটে বুকের বামে!
০৩-০৯-২০১৭
৬৬।
আয়নার মতই স্বচ্ছ ছিল অন্তর,
কি জানি তুই ফুঁকে দিলি কালা যাদুর ছুঁ মন্তর!
ভেঙ্গে গেলো আয়না,
ভাঙ্গা আয়নায় নিজেকে আর চেনা যায় না।
০৫-০৯-২০১৭
৬৭।
যখনি মুগ্ধ বাতাসে ঘুড়ি হয়ে উড়ি,
তখনি তুমি নাটাইয়ের হেঁচকা টানে ধূলায় মিশাও এবং
কানে বেসুর বাজাতে থাকো,
নিথর বসে থাকি মৌনতার বিছানায়।
০৬-০৯-২০১৭
৬৮।
পাথুরে বুক পেতে রাখো,সেখানে মন রাখলে খান খান ভেঙ্গে যাই!
বুকটা শরতাকাশের মেঘ হতে পারতো, যদি চাইতে!
পাথরের উপর পাথরই রাখা মন তো নয়!
০৭-০৯-২০১৭
৬৯
যাহার ব্যথা সে-ই বুঝে
নাই তাহার ব্যথা,বুঝবেনা সে বেবুঝে
ব্যথার ঘূণপোকারা সর্বাঙ্গে যায় ব্যথা বূনিয়া
নামটি তাহার আজব সে চিকুনগুনিয়া
০৮-০৯-২০১৭ (চিকুনগুনিয়া হয়েছিলো)
৭০।
বিষ ভালবাসায় পুড়ে নীল!
পাওয়ার চশমায় কেবল নীল পানপাতা চোখে ভাসে,
নীল চোখের গভীর নদীতে বপে দিল ১০২টি নীল পদ্ম বৃক্ষ,
দেখো ওরা সর্বাঙ্গে ডালপালা ছড়াচ্ছে,
আমি যেনো এক নীল ভালোবাসার কচুরিপানা,
ভেসে যাই উজানে আর তুমি পড়ে আছো ভাটিতে।
০৯-০৯-২০১৭
৭১।
গোলাপী মন জমিনে গোপনে চাষ করলে কেবল ক্যাকটাস চারা,
কেনো!ধবধবে মাতাল ঘ্রাণের কামিনী চাষ করলেই পারতে!
মন আঙ্গিনায় শুভ্র ফুল পাপড়ি বিছানায় বসে
দুজন কাটিয়ে দিতাম ঘ্রাণে মাতাল কিছুটা ক্ষণ।
১০-০৯-২০১৭
৭২।
গাঢ় সবুজ বুকে ব্যথার লাল ঘা,
হৃদয় কি আমার পতাকা?
মুঠোয় পোরে রক্ত রঙ ছিটিয়ে দিলে,
পতাকা মন নিয়ে যায় না শূন্যে ওড়া,
যায় না কষ্টে থাকা!
১১-০৯-২০১৭
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৪২