যারা নতুন ব্লগার, তারা হয়ত অনেকেই জানেন না ব্লগে একটা সময় দুই ধরণের রেটিং দেওয়ার সিস্টেম ছিল। পোস্ট ভাল লাগলে প্লাস, খারাপ লাগলে মাইনাস। আপনারা তো জানেনই আমার বৃদ্ধ বয়সেও লেখার কোন উন্নতি হয়নি। তখন আমার পোস্টের অবস্থা খুবই খারাপ ছিল যার ফলে কেউ কেউ মাইনাস দিয়ে যেত




এরপর আমি কয়টা মাল্টি নিক বানিয়ে ফেললাম। তারপর সেই জ্ঞানী লোকের পোস্টে গুণে গুণে পাচটা মাইনাস দিয়ে আসলাম। তারপর সেখুব কাদো কাদো ভাবে সাম্প্রতিক ব্লগ দেখেছেন লিস্ট কপি পেস্ট করে বললেন, আমাকে কেন

আমি মনে মনে বললাম, বুঝো এবার!

তারপর অবশ্য আর কখনো দেইনি মাইনাস তাকে। কিন্তু একদিন শুধু উপলব্ধি করিয়েছিলাম আরকি!
ইদানীং ব্লগে আসি এমনি এমনিই। কেউ আমাকে তেমন চেনেনা পুরানো ব্লগাররা ছাড়া। ব্লগ থেকে মাইনাস রেটিং টাকেও উঠিয়ে দেওয়া হয়েছে যাতে করে মাইনাস রেটিং পেয়ে পেয়ে ব্লগাররা অনুৎসাহিত না হোন। ব্লগে রেটিং দেওয়াটাও কষ্টসাধ্য হয়ে গেছে। তবুও সুসম্পর্কের খাতিরে হোক আর অভ্যাসবশত হোক কারো পোস্টে গেলে লাইক না দিয়ে আসতে পারিনা


কিন্তু আর যাই হোক না কেন, লাইকের জন্য আসিনা। কিন্তু কয়েকজন লাইক দিয়ে যায় মাঝেমাঝে আবার (+++) এরকম করে দেখিয়ে দেয় দয়া করে দিয়ে গেলাম তোমাকে প্লাস তখন খুব খারাপ লাগে

সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১৭ রাত ১২:০১