ফুটবল খেলার খুব শখ ছিল ছোটবেলায়। কিন্তু বেশিরভাগ সময় ছেলেদেরকেই খেলতে দেখতাম। আমি খেলতে চাইতাম, কিন্তু আমাকে কখনো খেলতে নিতো না কেউ। এই কারণেই এই খেলাটা আমি বুঝিনা। বোঝার চেষ্টাও করিনা।


বিশ্বকাপ ফুটবল-২০১৪ শুরু হওয়ার আগেই দেখলাম লোকজনের মাঝে অনেক সাড়া পড়ে গেছে। কে কোন দল এবং প্রিয় খেলোয়াড় নিয়ে অনেক লাফালাফি শুরু করে দিলো। ফুটবল খেলা আমি বুঝিনা। যেহেতু বুঝি না, তাই দেখার জন্য বিশেষ আগ্রহ পাইনা। কিন্তু সবার লাফালাফি দেখে আমার মনে হলো আমিও এবার খেলা দেখবো


কিন্তু খেলা দেখলে তো একটা দলে ঢুকতে হবে, কিন্তু আমি ভেবে পেলাম না কোন দলে যাবো...


একদিন ফেইসবুকে পোস্ট দিলাম এই বিষয়ে। কয়েকজন বন্ধু তারা যেসব দল সাপোর্ট করে, তাদের দলে আসার জন্য সাজেস্ট করলো


আমি চিন্তাভাবনা করেও কোনো দলে যেতে পারলাম না...


এরই মাঝে আমার ভাগ্নে মিহসানের সাথে কথা হলো। তার বয়স এবার ছয় হবে, জীবনে এটাই তার প্রথম বিশ্বকাপ ফুটবল। চিন্তিত হয়ে বললো তার পতাকা নাকি উড়ে গেছে। মিহসানের কাছে জানলাম সে ব্রাজিলের সাপোর্টার। এজন্য আমি সিদ্ধান্ত নিলাম ব্রাজিলই হবে আমার দল!!


কিন্তু তারপরেই একদিন ব্রাজিল আর আর্জেন্টিনার সাপোর্টারদের একটা জায়গায় কামড়া কামড়ি করতে দেখে আমি চিন্তা করলাম না ব্রাজিল আমার দল হতে পারে না!!


খেলার আগে ফুটপাতের উপর দেখলাম সেই হারে জার্সি বিক্রি হচ্ছে। আমি সিদ্ধান্ত নিলাম যেই দলের জার্সির কালার সুন্দর হবে, সেই দলই হবে আমার দল!!


স্পেনের জার্সির কালারটা আমার বেশ ভালো লাগলো। তারপর স্পেনের সাপোর্টার হলাম।

এরপর ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্টারদের আরো অনেক কামড়া কামড়ি চোখে পড়লো। এরপর সিদ্ধান্ত নিলাম শুধু স্পেন কেন জার্মানি, ইংল্যান্ড, হল্যান্ড, হন্ডুরাস, ইরান, পর্তুগাল সব আমার দল। শুধু ঐ দুইটা বাদে।

