প্রিয়তমেষু
***********************************
এই বেভুল গোলার্ধের আজব শীতে অমল উদোম বৃষ্টি
যখন তখন
ক্লান্তিহীন ছুঁয়ে থাকে
একদা অধরস্পর্শ
যা শুধু আজ এক কষ্ট মধুর নদী
অথচ অশ্রুজলেও প্রিয় সব সুখ অনুভব করি-
বৃষ্টি রুপেলা শহর হয় রোদেলা রাজহংসী
তোমার রোদ্দুরগন্ধা প্রেমপত্রে।
প্রত্যুত্তরে তাই
অন্ধকারের ওপাশে নেমে আসা বৃষ্টি সন্ধ্যার হিম নিঃশ্বাসে
বুনে দিলাম একাকীত্বের কবিতা-
হেঁয়ালি বাতাসের বিরান সুর
সাথে দিলাম;
কোন এক আলোর শহরে তুমি তা শুনে নিও
কাল্পনিক বিরহ গাঁথা ভেবে-
কোন এক অন্ধ কবির শুদ্ধ আবেগ
কোন এক নক্ষত্রহীন রাত্রির ছন্দহীন কান্না
দীপ হয়ে জেগে থাকা সহচর অভিমান
শব রক্ষিত যক্ষের মত
আমার সাথেই না হয় থাকলো-
তুমি শুধু সুখসমর্পিত থেকো এই জেনে
তোমার কুহক পুরুষ আজো তোমাতেই প্রেমবিদ্ধ-
দূর কোন বিস্মৃত দ্রাঘিমায়
মানবজন্মের নিঃসঙ্গতম কক্ষপথে,
বিস্ময়কর এক জীবন কিভাবে
প্রেমের চেয়েও মহীয়ান হয়ে বেঁচে আছে-
সেই বাহুল্য কথা না-ই জানলে।।
-------------------------------------------------------------------
বকুল আহমেদ
০৬-০৯-২০১৪
সিডনী
ছবিসূত্রঃ ইন্টারনেট