এসো শবনম , এসো ভেবে দেখি
*******************************************
এসো শবনম
এসো অনুভব করি
এই এলেবেলে নৃরাত্রির নিরুত্তাপ-
দ্যাখো, ভাগ্যবান ছায়াযোদ্ধারা কি করে ডুব দিচ্ছে
নক্ষত্রের নাকফুলে,
দ্যাখো সমাজরক্ষিত নরনারী
কি উৎসব সুখে সাজিয়েছে নিতান্ত এই এলেবেলে রাত-
বাস্তুশাস্ত্র না জানা তুমি আমিও কি সেই সুখে দুলে উঠি
ভালোলাগার কাহারবায়, সহজ স্তুতিতে!
এত কাল কাটিয়েছি যুগল সেজে-
বলতে পারো শবনম
কবে থেকে আমরা ডুবে গেলাম
প্রেমের মতন মরমী ত্রাসে
কবে থেকে আমি পুরুষ হলাম পরম
তুমি হলে চির রমনী-
কবে থেকে আমাদের বেঁচে থাকা
মৃত্যুর চেয়েও করুণ ট্র্যাজেডি গাঁথা হয়ে গেল?
কবে থেকে আমরা জীবনজয়ী হয়েও
ভুলে গেলাম
মানবজন্মের জয়গান!
এসো শবনম, এসো ভেবে দেখি
প্রেমসুখী হয়েও আমরা কেন এত নিঃস্ব
কেন এত অরক্ষিত, একা দুটি প্রাণ?
........................................................................
বকুল আহমেদ
৩০-০৮-২০১৪
সিডনী
ছবিসূত্রঃ ইন্টারনেট