চুম্বনশাস্ত্র
************************
ঘুমন্ত চন্দ্রেরও এক জোড়া ঠোঁট থাকে
জানলাম
সেই ঠোঁটে থাকে বিলুপ্ত হওয়ার অস্থিরতা
নিদারুণ
চাঁদের উপর চাঁদের আলোয় তা
দেখলাম-
বুকের ভেতর ডঙ্কা
নিষিদ্ধ জিগীষা-
অবলীলায় আঙ্গুল ছোঁয় চাঁদ
চক্ষু ছোঁয় জোছনা
তালুর নরম পিঠ ধরে রাখে
অবিশ্বাস্য চন্দ্রমুখ
মায়া নয়, কুহক নয়
সে কেবল অতলে ডুব
ডুবে যাওয়ার আহ্বান-
নিরুদ্দেশ হয়েও যেন
অনিঃশেষিত থাকার গান-
-ডানদিকে তাকাও
ঠোঁট ছোঁয় বাম স্কন্ধ
-বামদিকে তাকাও
ঠোঁট ছোঁয় ডান স্কন্ধ
শিহরণ শিহরণ!
নিমীলিত চক্ষু, নিষাদ নিঃশ্বাস
অধরে উতল অধর, জিহ্বায় জিহ্বা
অমর্ত্যলোকের সৌরভ অমরত্বের জলোস্বাদ,
মরণের তৃষ্ণা আমরণ- সে এক দুরন্ত
পুরুষ চুম্বন!
ঠোঁট ছোঁয় চিবুক উদ্ধত, গ্রীবার জমিন
ঠোঁট ছোঁয় নরম পুষ্প, কানন গোপন
ঠোঁট ছোঁয় উত্তর দক্ষিণ মর্ত্য পাতাল
ঠোঁট ছোঁয় ভীরুতা লজ্জা, আজন্ম সংস্কার
অমরাবতীর পিপাসা, রুদ্ধ নগর-
ঠোঁট ছোঁয়
অচেনা আমি আর চিরচেনা তুমি
অলীক আনন্দভূমি
অন্য পৃথিবীর এক অশরীরী শরীর-
ঠোঁট ছোঁয়
গোলাপি মধুর লোলুপ লজ্জাহীন ঠোঁট!
স্পর্শে থাকে ভালোবাসা, আলিংগনে উত্তাপ,
তীব্রনীল কামনা উপ্ত উন্মত্ত সঙ্গমে-
আগেই এসব জেনেছি -
অথচ আত্মহননের আশ্চর্য সাধ হয় এমন
যে কালপ্রেম
চিরকাল খুঁজেছি
দেখা পেলাম তার এইমাত্র, বহুকাল বাদে-
জানলাম
সে শুধুই এক চন্দ্রমুখ, আত্মলীন চুম্বনের
অপর নাম...
...........................
বকুল আহমেদ
১০-০৫-২০১৪
সিডনী
ছবিসূত্রঃ ইন্টারনেট